বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। আর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ফিলিস্তিনে সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন। চলতি বছরে অন্তত ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন কেবল ইসরায়েলি সেনাবাহিনীর হাতেই। তাদের ১৬ জন গাজায় ও দুজন লেবাননে প্রাণ হারিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাংবাদিকদের ওপর যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চারটি মামলা দিয়েছে আরএসএফ।
গাজার পর সাংবাদিকদের জন্য চলতি বছর সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। সেখানে একবছরে সাত জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দুদেশেই পাঁচজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৫ জনই মারা গেছেন দায়িত্ব পালনকালে।
ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের সহিংসতার লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সরকার। তবে সামরিক অবকাঠামোতে বিমান হামলা পরিচালনার সময় কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন বলেও মেনে নিয়েছে তারা।
আরএসএফের তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন। সবচেয়ে বেশি ১২৪ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন চীনে। এ তালিকায় ৬১ জন সাংবাদিককে কারাবন্দি করে দ্বিতীয় অবস্থানে আছে মিয়ানমারে। আর ইসরায়েলে বন্দি আছেন ৪১ জন।
আরো পড়ুন-
এছাড়া, বর্তমানে ৫৫ জন সাংবাদিককে জিম্মি করে রাখা হয়েছে। তাদের মধ্যে দুজন চলতি বছর অপহৃত হয়েছেন। জিম্মিদের অন্তত ২৫ জন ইসলামিক স্টেট গোষ্ঠীর হাতে বন্দী। এখন পর্যন্ত ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। এরমধ্যে ২০২৪ সালে নতুন করে নিখোঁজ হয়েছেন ৪ জন।
দৈনিক প্রলয় এএ