ছানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গায় কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুই শিফটে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা নার্সারি, প্রথম শ্রেণি ও দুপুর ১টা ৩০মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিক জানান, ভাঙ্গা উপজেলার ৩৭টি কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ৯২০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
গত বছর থেকে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। তখন বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট দেয়া হয়েছিল। ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডে এ বৃত্তি দেওয়া হয়। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কুমারেশ ভৌমিক, প্রধান পরীক্ষক মাহবুবুর রহমান ও ইসাহাক মিয়া, পরীক্ষক আতিকুর রহমান ও আতিয়ার রহমান, এদের সার্বিক সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খুব উৎসবমুখর পরিবেশ এর মধ্য দিয়ে কোন ঘটনা ছাড়া এ পরীক্ষা সম্পূর্ণ হয়। এ বিষয়ে সীতা জামান (নইশী) নামে একজন শিক্ষার্থীর অভিভাবক জানান, আমার ছেলে আল হেরা প্রি- ক্যাডেট স্কুলের একজন ছাত্র আমার ছেলে প্রথম পরীক্ষা দিচ্ছে। আমাদের ছেলেমেয়েদেরকে হাতে-কলমে নিজের সন্তানের মত শিক্ষা দিয়ে থাকেন। এই মেধা পরীক্ষা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। কারণ ছোটবেলা থেকে আমাদের ছেলেমেয়েরা ভয়-ভীতি ও জড়তা কেটে যাবে। খালেদা নামে এক শিক্ষার্থীর অভিভাবক জানান আমার ছেলে এবং মেয়ে দুজনই বৃত্তি পরীক্ষা দিচ্ছে। আমি খুব আনন্দিত আমার ছেলেরা খুবই মেধাবী, মেধা যাচাই করার জন্য এ জায়গায় বৃত্তি পরীক্ষা দিচ্ছে।
অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবকরা জানান, কিন্ডারগার্টেন এর লেখাপড়ার জন্য আমরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করি। পরীক্ষা চলাকালীন এ মূল্যায়ন পরীক্ষার সার্বিক সহযোগিতা করেন কলরব কিন্টেন গার্ডেন এর প্রধান শিক্ষক মো. আমান শেখ, সানলাইট কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষিকা মোসাম্মৎ রহিমা বেগম, সেভেন স্টার প্রিন্টার গার্ডেনের শিক্ষিকা উম্মে হাবিবা, আনজুমানারা বকুল, মো. মোজাফফর হোসেন, জগন্নাথ পাল, লুৎফর রহমান, মীর ইয়াসিন জনি, আব্দুর গফফার হোসেন, আনোয়ার হোসেন, হাসি আক্তার, আরিফ হোসেন, নাসির উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন সহ আরো অনেকে।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.