Categories: রাজনীতি

চাটমোহরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি

কায়সার আহম্মেদ, চাটমোহর

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে পাবনার চাটমোহরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় র‌্যালিটি চাটমোহর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা।

চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে র‌্যালিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

পরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি এমন উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদ্‌যাপন করতে পারেনি। ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি। এই স্বাধীন দেশে নতুন করে আমরা বিজয় দিবস উদ্‌যাপন করছি। আমাদের নেতা তারেক রহমানের একটাই নির্দেশ এদেশে কোনো অনিয়ম, দুর্নীতি, ভেজাল থাকবে না। তাই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতি ও ভেজাল মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করছে, আগামীতেও করবে।

বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ এমন সমালোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হীরা বলেন, আওয়ামী লীগ সরকার যে পরিমাণ দুর্নীতি করেছে, সেখানে তো বিএনপি এখনও ক্ষমতায়ই যায়নি। তাহলে বিএনপি কি দুর্নীতি বা কি অন্যায় করলো। তাই ক্ষমতায় আসার পর বিএনপি কি করলো তখন আঙুল উঠাবেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় দুর্নীতি করলে তাদের আইনের আওতায় নিতে পারে কোনো সমস্যা নাই। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দুর্নীতিবাজ যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিতে পারেন। সেখানে যদি আমি হই, আমাকেও নিতে পারেন, কোনো আপত্তি থাকবে না।

যারা এতদিন দলের দু:সময়ে মাঠে ছিলেন না, তারা এখন আবার সরব হয়েছেন, এটাকে কিভাবে দেখছেন জানতে চাইলে হাসাদুল ইসলাম হীরা বলেন, দীর্ঘ ১৭ বছর চাটমোহরের মাটিতে তাদের কোনো জায়গাই ছিল না, অবস্থান ছিল না। তারা এখন এসে কি করবে। ওই কিছু ভাসমান লোক নিয়ে নিজেদের দল ভারী করার চেষ্টা করছেন। অনেক নেতাই মনোনয়ন চাইবে, কিন্তু সবাইতো আর মনোনয়ন পাবেন না। মনোনয়ন পাবেন একজন। দলের চেয়ারপার্সন যাকে মনোনয়ন দেবেন তিনিই দলের ম্যান্ডেড নিয়ে ধানের শীষের ম্যান্ডেড নিয়ে নির্বাচন করবেন। কিন্তু মনোনয়ন চাচ্ছেন দশজন। ওইসব নেতার পেছনে কিন্তু নেতা নাই। নেতাশূন্য অনেক নেতা আছে। আমার সাথে কোনো ভাসমান লোক বা আওয়ামী লীগের কেউ নাই। কেউ যদি বলতে পারেন ওই লোকটা আওয়ামী লীগের, তাহলে আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে চলে যাবো।

এ সময় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান আরশেদ, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মওলা, বিএনপি নেতা প্রভাষক শাহাদত হোসেন, ডা. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

4 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

10 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

10 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

10 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

10 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

13 hours ago

This website uses cookies.