হারিছ আহমেদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে সহোদর ভাইদের ফাঁসাতে নিজের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. আবু তাহের নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮ টার দিকে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুড়িরচর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আবু তাহেরকে বিবাদী করে তার মা হাদিছা কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, আবু তাহের এলাকায় মাদকব্যবসা, হানাহানি, চুরি ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সে কিছুদিন যাবৎ তার সহোদর ছয় ভাইদের সাথে জমির মালিকানা নিয়ে বিরোধের চেষ্টা করে। ঘটনার দিন তাদের পারিবারিক কবরস্থানে মাটি ভরাটকে কেন্দ্র করে আবু তাহের ও অন্যান্য ভাইদের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেদিন আবু তাহের নেশাগ্রস্ত অবস্থায় বিন্নাটি বাজারে তার ভাই আবুল কালামকে মারধর করে বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মায়ের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। মা টাকা দিতে না পারায় মাকে গলা চেপে ধরে আবু তাহের। পরে অন্য ভাইয়েরা মাকে গলা চেপে ধরার প্রতিবাদ করলে সে নিজের বাড়ি-ঘর ভাঙচুর করে ভাইদের ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের করে।
আবু তাহেরের মা হাদিছা বলেন, ‘আমার ছেলে আবু তাহের সে নেশা করার জন্য বিভিন্ন বাড়িতে চুরি করে। চুরির দায়ে সে জেলও খেটেছে। ঘটনার দিন নেশার টাকার জন্য সে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করায় সে নিজের বাড়ি ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আমার অন্য ছেলেদের ফাঁসাতে থানায় অভিযোগ দিয়েছে। আবু তাহেরের জন্য তার ভাইয়েরা অনেক কিছু করেছে। বহুবার তার চুরির জরিমানা দিয়েছে। ভাইয়েরা অনেক চেষ্টা করছে তাকে দ্বীনের পথে আনতে। তাবলীগ জামাতেরও পাঠাইছে কিন্তু সে ভালো হয়নি। ইদানিং সে নেশা করে খুব বেশি উল্টাপাল্টা করছে। ভাইদের মারধরের পর সে আমাকেও মারধর শুরু করে দিয়েছে। তাই আমি বাধ্য হয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করেছি’।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভোরের কাগজকে বলেন, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
This website uses cookies.