Categories: সারাদেশ

ত্রিশালে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কে অনাস্থা চেয়ে ইউপি সদস্যদের লিখিত আবেদন

মোশাররফ, নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দলীয় ক্ষমতার অপব্যবহার করে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন এর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

লিখিত অনাস্থায় ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য/সদস্যবৃন্দ উল্লেখ করেন, ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন বিগত (০৩) তিন বছর যাবৎ দায়িত্বভার গ্রহণ করার পর থেকে নৌকা প্রতিকে ভোট কারচুপি করে নির্বাচিত হয়ে দলীয় প্রভাব খাঁটিয়ে বিভিন্ন দূর্নীতি ও অনিয়ম করে আসতেছে।
ইউপি সদস্যদের অনাস্থা আবেদনের মাধ্যমে আরো জানাযায়, চেয়ারম্যান জাকির হোসাইন রেজুলেশনবিহীন ভূমি উন্নয়ন কর, ১%, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় ফি, ট্রেড লাইন্সেস ফি, ওয়ারিশান সনদের ফি, গ্রাম্য আদালত ফি, জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি। জন্ম ও মৃত্যু নিবন্ধনে অতিরিক্ত ফি আদায় করে অর্থ আত্মস্বাৎ করেন।

ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ জনসংখ্যা হারে বন্টন না করে একক ভাবে ইউপি সদস্য/সদস্যবৃন্দের মতামত না নিয়ে অনিয়ম করেন। সরকার ঘোষিত বিভিন্ন সামাজিক বেষ্টনী ও উন্নয়ন কর্মকান্ড অনিয়ম করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসাইন ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছে।

নিম্নস্বাক্ষরকারী ইউপি সদস্য/সদস্যবৃন্দ চেয়ারম্যান এর  সাথে বার বার কথা বলেও কোন সুরাহা পায়নি। তিনি তার নিজের ইচ্ছামতো ও অনৈতিকভাবে ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ বিভিন্ন ভাবে আত্মসাৎ করে আসতেছেন।

উল্লেখ্য যে, চেয়ারম্যান জাকির হোসাইন প্রায় ৫ মাস যাবৎ ইউনিয়ন পরিষদে অনুপস্থিত। চেয়ারম্যানের অনুপস্থিত থাকার কারনে ইউনিয়নের সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এমতাবস্থায়  নিম্নস্বাক্ষরকারী সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দ চেয়ারম্যানের সাথে কোন প্রকার ইউনিয়ন পরিষদের উন্নয়ন, জনস্বার্থ ও নাগরিক সেবা না দিতে একমত পোষণ করেন।

অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যগণ বিনীত নিবেদন করে বলেন, তদন্ত সাপেক্ষে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হউক।
উল্লেখ্য যে,অনাস্থা প্রস্তাবে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত ৮জন ইউপি সদস্য স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত ত্রিশাল ইউনিয়ন পরিষদের সদস্যরা হলেন, ১।মোঃ মাহবুবুল আলম পল্টন, সদস্য ৯নং ওয়ার্ড, ২।মোঃ আব্দুল খালেক, সদস্য ৮নং ওয়ার্ড, ৩।মোঃ জুবায়ের হোসেন,সদস্য ৭নং ওয়ার্ড,৪।মোঃ আলতাব হোসেন, সদস্য ৫নং ওয়ার্ড, ৫।আল-ইমরান, সদস্য ৪নং ওয়ার্ড, ৬।মোঃ জয়নাল আবেদীন, সদস্য ৩নং ওয়ার্ড, ৭।মোছাঃ আছমা খাতুন, সংরক্ষিত নারী সদস্য ৭,৮ ও ৯নং ওয়ার্ড, ৮।মোছাঃ হালিমা আক্তার, সংরক্ষিত নারী সদস্য, ৪,৫ ও ৬নং ওয়ার্ড।

অনাস্থার বিষয়ে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

2 hours ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

2 hours ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

2 hours ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

2 hours ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

2 hours ago

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

2 hours ago

This website uses cookies.