Categories: রাজনীতি

আওয়ামী লীগ নেতা ‘হারুন’ এখন ওলামা দলের নেতা!

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক এবং সদস্য সচিব এ কমিটি অনুমোদন দেন। এতে যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন মোহাম্মদ হারুন। অথচ তিনি আওয়ামী নীলনকশার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে মিনার প্রতীকে অংশ নিয়েছিলেন।

এরই মধ্যে কমিটির তালিকাসহ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনের আওয়ামী নির্বাচনে অংশ নেয়া ও সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।

অভিযোগ উঠেছে, তদবিরের মাধ্যমে আওয়ামী নীলনকশার নির্বাচনে অংশ নিয়ে ও নদভীর সঙ্গে থেকে আওয়ামী লীগকে সহযোগিতা করেও ওলামা দলের পদ পেয়েছেন। তিনি ৫ আগস্টের আগ পর্যন্ত নদভী তথা আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব এড. মাও. কাজী মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত দলীয় প্যাডে ১০১ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্ববায়ক কমিটি ঘোষণা করা হয়।

তালিকায় দেখা গেছে, ১৩নং ক্রমিকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে মোহাম্মদ হারুনের নাম। এই তালিকা প্রকাশের পরপরেই নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই সঙ্গে ওলামা দলের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের এমপি নদভীর সহযোগীর নাম দেখে ক্ষুব্ধ নেতাকর্মীরা অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করছেন। কেউ কেউ প্রকাশ্যে মন্তব্য করেছেন, তদবিরের মাধ্যমে এই কমিটিতে হারুনের নাম ঠাঁই পেয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা মুঠোফোনে জানান, মোহাম্মদ হারুনের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি তিনি অবগত নন। নির্বাচনে তার (হারুন) অংশগ্রহণের প্রমাণপত্র কেন্দ্রীয় ওলামা দলের কাছে পাঠাতে এ প্রতিবেদককে অনুরোধ করেন সেলিম রেজা।

আওয়ামী নীলনকশার নির্বাচনে অংশ নেয়া ও আওয়ামী এমপি নদভীর সহযোগী হিসেবে কাজ করা মোহাম্মদ হারুন কিভাবে ওলামা দলের পদ পেলেন সেটি জানাতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে মোহাম্মদ হারুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন অংশগ্রহণ ও নদভীর সাথে বিভিন্ন সময় কাজ করার কথা স্বীকার করেন। কিন্তু কিভাবে ওলামা দলের পদ পেলেন সে প্রশ্ন করা হলে চুপ থাকেন তিনি।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

6 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

6 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

6 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

6 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

8 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

9 hours ago

This website uses cookies.