Categories: রাজনীতি

রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ : মদ্যপানে অপর ছাত্রদল নেতার মৃত্যু

শাওন গাজী, রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) কে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। অপরদিকে উপজেলার মাহনা এলাকার দানিছ মিয়ার ছেলে ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় মিয়া (২৪) নামে এক ছাত্রদল নেতা অতিরিক্ত মদ্যপানে মারা গেছেন বলে জানা গেছে।

কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদ মিয়ার সাথে মোবাইল ফোনে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে গালাগালিসহ হত্যার হুমকি দেয় বায়েজীদ মিয়া। হুমকির ভয়ে আমিনুল ইসলাম স্বপন বাড়ি চলে গেলে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে পেয়ে আটক করে বায়েজীদ ও তার সহযোগিরা। কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পাভেল মিয়াকে হত্যা করে।

আমিনুল ইসলাম স্বপন আরো জানান, কাঞ্চন পৌরসভার ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদ মিয়া, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেকিম মিয়া, স্থাণীয় সন্ত্রাসী লিটু বাহিনীর সদস্য ও ৬নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ, তার ভাই আকাশ, যুবদল নেতা দোলনসহ ১০-১২জন পৌরসভা কার্যালয়ের সামনে কুপিয়ে বায়েজীদ মিয়াকে হত্যা করে। খবর পেয়ে আশপাশের লোকজন উদ্ধার করে স্থাণীয় একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত পাভেলের ভাই শাহিন মিয়া জানান, কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শিমুলকে আটক করে বায়েজীদ ও তার সহযোগিরা। এ ঘটনা স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল ইসলাম স্বপন জিজ্ঞাসা করায় ক্ষিপ্ত হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌর কার্যালয়ের সামনে এলে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি পাভেল মিয়া তাদের থামানোর চেষ্টা করে। এ সময় স্বপনকে না পেয়ে তারা পাভেলকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অতিশীঘ্রই আইনের আওতায় আনা হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

1 hour ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

10 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

16 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

16 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

16 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

16 hours ago

This website uses cookies.