Categories: বাণিজ্য

পাবনায় পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
পাবনায় মুড়িকাটা পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ করেছেন কৃষকেরা। বুধবার বিকেলে জেলার সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারী সুজানগর উপজেলার পাবনা-সুজানগর মহাসড়ক অবরোধ করে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান তারা।
বিক্ষুব্ধ চাষিরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দূর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের কন্দ কিনে খরচ হয়েছে প্রায় দ্বিগুণের বেশী। কিন্তু উত্তোলন মৌসুমে ভারতসহ বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বড় দর পতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে পাবনায় পাইকারী মুড়িকাটা পেঁয়াজের দাম মণ প্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও উঠছে না। পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন কৃষকেরা।
সুজানগর বাজারের কয়েকজন আড়তদারের সাথে কথা বলে জানা যায়, গত সপ্তাহে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ ২২০০ থেকে ২৫০০ টাকা বিক্রি হলেও, বুধবার তা কমে দাড়িয়েছে ১ হাজার থেকে ১২০০ টাকায়। এতে কৃষকরা হতাশ হয়ে পড়ছেন। বিদেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় নতুন ওঠা পেঁয়াজে পাইকাররা খুব একটা আগ্রহও দেখাচ্ছেন না।
চরতারাপুর বাহিরচর গ্রামের পেঁয়াজ চাষি মো. রাব্বি বলেন, এ বছর পেঁয়াজের কন্দ অস্বাভাবিক দামে কিনতে হয়েছে। মণ প্রতি আট থেকে নয় হাজার টাকা। অতিবৃষ্টির কারণে আবার ক্ষেত নষ্ট হয়েছে ফলে নতুন করে রোপন করতে খরচ দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি সার, কীটনাশকসহ সব উপকরণের দাম বাড়ায় আমাদের বিঘাপ্রতি খরচ প্রায় দুই লাখ টাকায় ঠেকেছে। অথচ এখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণে আমাদের পেঁয়াজের দাম পাচ্ছি না।
পেঁয়াজ চাষি ফিরোজ প্রামাণিক বলেন, প্রতি বিঘায় সাধারণত ৫০ মণ পেঁয়াজ উৎপাদন হলেও এবার প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা পেয়েছি ৩০ থেকে ৩৫ মণ। এরপর দামও কম। ফলে আমাদের বিঘাপ্রতি প্রায় ১ লাখ টাকার মতো লোকসান হচ্ছে। ধার দেনা করে চাষ করা পেঁয়াজ থেকে লাভ তো দূরের কথা আমরা ঋণের পাহাড়ে চাপা পড়ছি।
এ পরিস্থিতিতে অবিলম্বে বিদেশ থেকে আমদানি বন্ধ করে মুড়িকাটা পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবী চাষিদের। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচিরও হুশিয়ারি দেন তারা।
সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল আলম বলেন, হঠাৎ করেই বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। এই দামে নিশ্চিতভাবেই কৃষকের লোকসান হচ্ছে। আমরা চাষিদের অল্প অল্প করে পেঁয়াজ বাজারে আনতে পরামর্শ দিয়েছি। পরিস্থিতি সম্পর্কে উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আমদানি বন্ধের বিষয়ে বানিজ্য মন্ত্রনালয়ের সাথে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নেবেন।
প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

1 hour ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

8 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

8 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

10 hours ago

This website uses cookies.