ভালুকায় বিএনপি নেতা পরিচয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ভালুকায় বিএনপি নেতা পরিচয় দিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এনিয়ে সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভিডিও প্রকাশ হয়। ফেইসবুকে পোস্ট করা ভিডিওতে দেখাযায় বিএনপি নেতা পরিচয়ে এক ব্যক্তি পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগষ্ট থানা কিন্তু আমরা ফিরাইয়া রাখছি ভূইলা যাইয়েন না। কোন আওয়ামী লীগ ফিরাইয়া রাখে নাই।

ভিডিওটি প্রকাশের পর ভালুকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সরেজমিনে গিয়ে জানাযায়, গত ১০ ডিসেম্বর বিকালে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের খারুয়ালী গ্রামের মোশাররফ হোসেন এর স্ত্রী রিফাত আরা ঝুমার পৈত্রিক সূত্রে পাওয়া ভরাডোবা মৌজার বিআরএস খতিয়ান ১৫৪৮,১৫৫৭,১৬০৫। যাহার দাগনং ২৫৫৭ ও বিআরএস খতিয়ান ৭২৩/১ এর ২৮৮২ দাগে ২৯ শতাংশ জমির সীমানা প্রাচীর নির্ধারণ করতে গেলে মফিজ উদ্দিন (জাগু) ও তার পরিবারের লোকজন ঝুমা ও তার পরিবারের উপর হামলা চালায়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় রিফাত আরা ঝুমা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড ভুক্ত করেন। মামলা নং ০৪। তারিখ ০২/০১/২০২৫ ইং। মামলায় আফাজ উদ্দিন ও তার পুত্র আপন(৩৫), দুলাল(৫০), স্বপন (৩২) রোনা (৪০) এবং আপনের স্ত্রী জেসমিন আক্তারকে আসামী করা হয়েছে। এর আগে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি দখল মুক্ত করতে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন মৃত জয়নাল আবেদীন এর ৬ কন্যা। অভিযুক্ত করা হয় আফাজ উদ্দিনের পুত্র দুলাল ও আপনকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১৭ অক্টোবর ০৫.৪৫.৬১১৩.০১০০১.-২৪ নং স্মারকের নোটিশ মোতাবেক দুই পক্ষের শুনানি গ্রহণ সাপেক্ষে জয়নাল আবেদীন এর কন্যাদের জায়গার দখলে গিয়ে বাড়ী নির্মাণের আদেশ প্রদান করেন। সে মোতাবেক বাবার সম্পত্তি নির্ধারণ করে বাড়ী নির্মাণের জন্য গেলে জয়নাল আবেদীন এর কন্যাদের উপরে হামলা করে আফাজ উদ্দিন ও তার লোকজন। এঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ তদন্ত যায়।

তদন্তকালে রাজনৈতিক প্রভাব দেখান আপন(৩৫) ও দুলাল(৫০)। তারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় দুলাল বলেন, আগষ্টে আওয়ামী সরকার পতনের পর ভাঙচুরের হাত থেকে আমরা কিন্তু থানা ফিরাইছি, আওয়ামী লীগ থানা ফিরাইতে আসে নাই। তাই এখন আমাদের সময়, আমাদের দল ক্ষমতায় আসবে,আমরা যা বলব তাই হবে। রাজনৈতিক প্রভাব দেখিয়ে মৃত জয়নাল আবেদীন এর জমি জবরদখল রাখা প্রসঙ্গে জানতে চাইলে দুলাল বলেন, জমির কাগজ আমার বাবার নামে, তাদের কোন কাগজ নেই। আপনি তাদের কাগজগুলো দেখলেই বুঝতে পারবেন। এনিয়ে ইউএনও অফিসে আমাকে ৪ বার ডেকেছে। আমরা কাগজ দেখাব কেন তাদের কাগজ দেখালেই হবে। সকল কাগজ আমার বাবার। রাতে পুলিশ আমার গেইটে এসে ডাকাডাকি করেছে,তারা মনে করেছে এখনো আ’লীগ ক্ষমতায় আছে। আপনি তাদের কাগজগুলো দেখুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, ফৌজদারি অপরাধে একটি মামলা হয়েছে। জমিসংক্রান্ত বিষয়ে ঝামেলার বিষয়ে আমি কিছু জানিনা। বিএনপি নেতা পরিচয়ে থানা পাহাড়া দেওয়ার বিষয়ে প্রকাশ্যে হুমকির বিষয়টি আমার জানা নেই। যেহেতু মাত্রই জানলাম ওসি মহোদয়কে অবগত করার পাশাপাশি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

2 hours ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

2 hours ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

2 hours ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

2 hours ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

2 hours ago

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

2 hours ago

This website uses cookies.