বনি আমিন, কেরানীগঞ্জ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে যত দেরি করবে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ততই আশঙ্কা বাড়বে। নানা ঝুঁকি বাড়বে। এই সরকার নির্বাচন দিবে কিনা তা এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ৫ ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর জনগণ আশা করেছিল খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে। আমরা অন্তর্বর্তী কালীন সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। তারা যেন দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন।
তিনি শনিবার (৪ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সদস্য মোঃ রায়হান মিয়ার নিজ উদ্যোগে আয়োজিত শীতার্ত অসহায় ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, গত ১৬ বছরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। যারা নৌকায় ভোট দিত তারাও ভোট দিতে পারেনি। স্বৈরাচার হাসিনার সরকার নির্বাচন নিয়ে এদেশের মানুষের সাথে তামাশা করেছে। আওয়ামী লীগ এদেশের হাজার হাজার বিএনপি’র নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। মামলার কারণে বিএনপির নেতা কর্মীরা ঠিকমতো বাড়িতে ঘুমাতে পারেনি । আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের নামে শুধু মামলা দিয়েই ক্লান্ত হয়নি। তারা অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে।
আবার অনেককে খুন করেছে। আবার অনেক নেতাকর্মীকে আয়না ঘরে রেখেছে এবং তাদের অমানবিক নির্যাতন করেছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই ১৬ বছর আন্দোলন করে এসেছি। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। তাই অন্তর্বতীকালীন সরকারের কাছে জোর দাবি রাখবো দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের আয়োজন করুন।
এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য ডাক্তার মোশারফ হোসেন,আব্দুর রহমান, যুবদল নেতা সেলিম মোল্লা, মোঃ সেলিম আহমেদ,ছাত্রদল নেতা পাভেল মোল্লা প্রমূখ।
এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় তিন হাজার শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…
জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র…
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি…
বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ধর্মকে ব্যবহার করে যারা…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা…
রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলন চলাকালে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই…
This website uses cookies.