আলি হায়দার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে গুলির ঘটনা ঘটছে। এতে এয়ারগানের গুলিতে মাদ্রাসার পরিচালক সহ এক বক্তার সফর সঙ্গী আহত হয়েছেন।
রবিবার (৫ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকায় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। এতে মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) ও আগত বক্তার সফর সঙ্গী মোঃ জুলহাস মিয়া (১৯) গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জ পৌর শহরের চরশোলাকিয়া গাছ বাজার এলাকায় কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওক্ত ওয়াজ মাহফিল চলাকালীন রাত ১টার সময় মাওলানা মুফতি আল আমিন সাদী মঞ্চে ওঠার সময় দুষ্কৃতিকারীরা এয়ার গানের মাধ্যমে গুলি ছুড়ে।
এই ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরপরই মাহফিলটি পণ্ড হয়ে যায় এবং বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং পূর্ব শত্রুতার জের ধরে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহত মুফতি আল আমিন সাদী জানান, ওয়াজ মাহফিল চলাকালীন আমি মঞ্চের নিচে ছিলাম। আমার সাথে একজন হুজুরের সহযোগী হাঁটাচলা করছিলেন। এ সময় কে বা কারা গুলি ছুড়ে আমাদের জানা নেই। এতে হুজুরের সহযোগী গুরুতর আহত না হলেও আমি গুরুতর আহত হয়েছি। এবছর নিয়ে আমাদের দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল ছিল। থানায় এখনো লিখিত অভিযোগ না দিলেও মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। কিছুটা সুস্থ হয়ে তারপর অভিযোগ দিব। এ ব্যাপারে কিশোরগঞ্জের আলেম-ওলামা পরিষদও কাজ করছে। কি কারনে আমাদের উপর এভাবে আক্রমণ করা হলো তা জানা নেই।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.