পাবনা সংবাদদাতা
একসময়ে যে আদালত চত্বরের আইনজীবী, সরকারি কৌশুলী ছিলেন পাবনার সেই আদালতেই আসামি হয়ে ফিরলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। চাঁদাবাজি, জমি দখলের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা সোমবার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আদালতে হাজির করা হয়। টুকুর আইনজীবীরা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত সূত্র জানায়, সোমবার বিকেল ৪ টার দিকে পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে কড়া নিরপত্তায় শামসুল হক টুকুকে পাবনা কারাগার থেকে আদালতে আনা হয়।
মামলার নথি থেকে জানা যায়, টুকুর নিজ নির্বাচনী এলাকা বেড়ার বৃশালিখার মির্জা আ. হামিদের ছেলে মির্জা মেহেদী বাদী হয়ে গত ৬ নভেম্বর পাবনার ৩ নং আমলী আদালতে টুকু, তার ভাই আ. বাতেন ও ছেলে আসিফ শামস রঞ্জন সহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৬ মে সাবেক ডেপুটি স্পিকার টুকুর নির্দেশে বাদীপক্ষের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা না দেয়ায় বৃশালিখা ঘাটের জমি সহ ২০ টি দোকান ও ৫০ টি গোডাউন জোরপূর্বক দখল করে নেন বলে অভিযোগে বলা হয়।
শুনানিতে বাদীপক্ষের এড. নাজমুল হক শাহীন ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন এড. বেলায়েত আলী বিল্লু, শাহ আলম, তৌহিদ হাসনায়েন প্রমূখ।
জামিন নামঞ্জুর করায় আসামিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী এড. বেলায়েত আলী বিল্লু অসন্তোষ জানিয়ে বলেন, মামলায় যে দিনের দখল বা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, সেদিন সাবেক ডেপুটি স্পিকার সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। অর্থাৎ এটি সর্বৈব মিথ্যা মামলা। এবিষয়ে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে জামিন চেয়েছিলাম। কিন্ত আদালত সেটি নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.