শেখ হাসিনা চলে গেছেন মানে এই নয়, আ.লীগ হাওয়া হয়ে গেছে : ভিপি নুর

বিধান চন্দ্র রায়, জলঢাকা

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা চলে গেছেন, আওয়ামী লীগ চুপচাপ আছে, তার মানে এই নয়, আওয়ামীলীগ হাওয়া হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যেও আওয়ামী ফ্যাসিবাদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। তারা হরতাল ডেকেছে। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন যারা আছেন, তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমাদেরকে এক বিন্দুতে থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না। তাহলে আওয়ামী লীগ আবারও ভয়ংকর রূপে ফিরে আসবে।’

শনিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ’ অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এসব কথা বলেন। বাংলাদেশ কে গড়তে হলে তরুন যুবকদের নেতৃত্বে আসতে হবে তাহলে বাংলাদেশের উন্নতি হবে বলে আশা করেন। তিনি আরো বলেন,কিছু – কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আচরণ আওয়ামী ফ্যাসিবাদীদের মতো হয়ে উঠছে বলে মন্তব্য করেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত পুলিশ প্রশাসনকে নিজের কাজে লাগিয়েছে। নির্বাচনে যাঁরা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হয়েছেন, তাঁদের অপসারণ করা হয়েছে। কিন্তু তাঁদের অপসারণের ফলে স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নেই। এ জন্য স্থানীয় সরকারের স্থবির হয়ে পড়েছে। জনগণ ভোগান্তির শিকার হচ্ছে।তিনি ভারতকে হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে অরাজকতা করলে সেভেন সিস্টারস থাকবে না।আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে তিনি তার বক্তব্য শেষ করেন।

উক্ত সমাবেশে জলঢাকা উপজেলা শাখার (জিওপি) সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাধীন এর সঞ্চালনায় গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইন,প্রধান বক্তা গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান,সমাবেশের উদ্বোধন করেন গণ অধিকার পরিষদেও জলঢাকা উপজেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম।এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা হানিফ খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, রংপুর বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. বিন ইয়ামিন মোল্লা,কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদুল হক,জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না,জেলা সভাপতি এ.কে উদার প্রমূখ।এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে মিলিত হন।

প্রলয় ডেস্ক

Recent Posts

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…

24 minutes ago

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

2 hours ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

5 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

5 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

5 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

5 hours ago

This website uses cookies.