শরিফুল রোমান, মুকসুদপুর
শিক্ষা উদ্যোক্তা মো: জুয়েল রানা নিজ এলাকার ছেলেমেয়েদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে মুকসুদপুর উপজেলার পাথরাইল কালিদাহপাড় বাজারে নিজস্ব জমিতে প্রথম শ্রেনী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রিলিয়ান্ট প্রি-ক্যাডেট স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ২০২৫ সালের পহেলা জানুয়ারি হতে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
মুকসুদপুর উপজেলার পাথরাইল গ্রামের মো: জুয়েল রানা। ঢাকা বিশ্ববিদ্যালয় (অধিকভুক্ত) সরকারি তিতুমীর কলেজ হতে ২০১৫ সালে বিএসসি (অনার্স) এবং ২০১৬ সালে এমএসসি (পদার্থ বিজ্ঞান) সম্পন্ন করে। ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গাজীপুর দি স্কলার্স স্কুল এন্ড কলেজ এবং গাজীপুর আমজাদ আলী পাইলট গার্লস কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে তিনি। ৯জন শিক্ষক শিক্ষকতা করছেন। অন্যান্য বিদ্যালয়ের থেকে লেখাপড়ার গুনগতমানে অল্প সময়ের মধ্যে স্কুলটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
এ ব্যাপারে স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো: জুয়েল রানার সাথে আলাপকালে তিনি জানান, দীর্ঘদিন লেখাপড়ার পাশাপাশি গাজীপুর দি স্কলার্স স্কুল এন্ড কলেজ এবং গাজীপুর আমজাদ আলী পাইলট গার্লস কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছি। আমার নিজ এলাকার ছেলেমেয়েদেরকে প্রকৃতভাবে লেখাপড়ায় গড়ে তোলার লক্ষ্যেই এই স্কুলটি প্রতিষ্ঠা করেছি। এলাকার মানুষ সার্বিকভাবে সহায়তা করলে উপজেলার মধ্যে সেরা স্কুল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি জানান।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.