Categories: ফিচার

পানি শুন্য তিস্তা নদী, ধুধু বালুচরে ফলছে বিভিন্ন ফসল

বিধান চন্দ্র রায়, জলঢাকা

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিস্তা ও বুড়ি তিস্তা নদী এক সময় ছিল প্রমত্ত ও প্রাণবন্ত। বর্ষাকালে উজান থেকে নেমে আসা স্রোতের কারণে নদী ফুলে ফেপে উঠলেও শীতকালে পানির অভাবে নদী যেন মরুভূমিতে পরিণত হয়েছে। ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে তিস্তা নদী বাংলাদেশ অংশে প্রায় মৃত হয়ে পড়েছে।

এর ফলে, তিস্তা অববাহিকায় জীববৈচিত্রও হুমকির মুখে পড়েছে।একসময় নদীতে যারা জীবনধারণ করতেন জেলে, মাঝি-মোল্লারা। তাদের জীবিকা এখন বিপর্যস্ত। তিস্তার পানি সঙ্কটের কারণে থেমে গেছে তাদের কর্মচাঞ্চল্য। নদীটির নাব্যতা হারিয়ে অকার্যকর হয়ে পড়েছে তিস্তা সেচ প্রকল্প ব্যারাজ, যা ছিল দেশের বৃহত্তম সেচ ব্যবস্থাপনার অন্যতম কেন্দ্র।

ফলে, সেচের জন্য প্রয়োজনীয় পানি না থাকার কারণে স্থানীয় কৃষকরা বিপাকে পড়েছেন। ১৯৪৭-৪৮ সালে শুষ্ক মৌসুমে সেচ সুবিধার জন্য তিস্তা নদীর উপরে শুরু হয় ‘বুড়ি তিস্তা ব্যারাজ সেচ ক্যানেল প্রকল্প’, যাতে অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে সেচ সুবিধা প্রদান করা হত। পরবর্তীতে ১৯৬২ সালে তিস্তা নদীর উপরে ৫৯টি গেট দিয়ে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প স্থাপন করা হয়। কিন্তু ১৯৯৮-৯৯ সাল থেকে সেচের জন্য খনন করা খাল ও নালাগুলো পানির অভাবে কার্যকর হয়নি, যার ফলে তিস্তার চরে এখন বিভিন্ন ফসলের চাষাবাদ চলছে।এদিকে, পানি সঙ্কটের কারণে তিস্তা ব্যারেজের গেট বন্ধ করা হয়েছে এবং কিছু এলাকায় সেচ ক্যানেলে পানি দেওয়া হলেও পুরো প্রকল্প কার্যকর হয়নি।

নদীতে এখন মাইলের পর মাইল জেগে উঠেছে চর। যেখানে কৃষকরা ফলাচ্ছেন ভুট্টা, তামাক, আলু, কুমড়া, সরিষা, পিয়াজসহ বিভিন্ন ফসল।স্থানীয় কৃষক গোলমুন্ডা বড়বাধ এলাকার রাজ্জাক জানান, নদীতে বালু জমে ভরাট হওয়ায় এবং রিজার্ভারে পানি না থাকায় নদীটি এখন শুকিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা মশিয়ার রহমান বলেন, নদী রক্ষা এবং পরিবেশ সুরক্ষার জন্য আন্দোলন-সংগ্রাম হলেও এখানকার সমস্যা নিয়ে কেউ ভাবছে না।জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, তিস্তা নদী খনন করা হলে পতিত জমিতে সেচ প্রদান সম্ভব হবে যা আমাদের খাদ্য নিরাপত্তা আরও নিশ্চিত করবে।

এ পরিস্থিতিতে স্থানীয় কৃষকরা তিস্তা নদীর পানির অভাব এবং সেচ সুবিধা না পাওয়ার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। তবে তারা আশা করছেন দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

7 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

11 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

11 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

11 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

12 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

12 hours ago

This website uses cookies.