সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে ৩ সদস্যের টিম অভিযান চালায়।
টিমের সদস্যরা হাসপাতালের স্টোর রুমসহ বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপরে তারা রোগীদের ব্যবহৃত কম্বল নিম্ন মানের এবং রোগীদের দেওয়া খাবারের মান ও মাছের ওজন কম পান। বিভিন্ন ওয়ার্ড অপরিচ্ছন্ন দেখতে পান। হাসপাতালের সেবার মানসহ বিভিন্ন ক্রয় সংক্রান্ত অনিয়মের সত্যতা পান তাঁরা। এরপর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
তিনি আরোও বলেন,হাসপাতালের কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়ম দেখা গেছে। অতি নিম্ন মানের কম্বল ২৪০০ টাকা করে ক্রয় দেখানো হয়েছে যা বাজারে ৩০০-৫০০ টাকার বেশি না। রোগীদের খাবারের একটুকরো মাছের ওজন থাকার কথা ২৩০ গ্রাম, আছে গড়ে মাত্র ১৫৫ গ্রাম, যা প্রতারণার সামিল। এছাড়াও আমরা আরোও অনেক অনিয়ম পেয়েছি। বিস্তারিত জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কিছু তথ্য চেয়েছি যা আগামী সোমবারের মধ্যে আমাদের কাছে দিতে বলা হয়েছে। সেগুলো দেখে আমরা আমাদের পরবর্তী ব্যবস্থা নেব।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী বলেন, দুদকের কর্মকর্তারা হাসপাতালের অনিয়ম ও দুনীতি বিষয়ে অভিযান পরিচালনা করলেন। আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে, যা সোমবার এর মধ্যে দিয়ে দিতে বলেছে।
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…
This website uses cookies.