ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৮০ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে ৩ সদস্যের টিম অভিযান চালায়।

টিমের সদস্যরা হাসপাতালের স্টোর রুমসহ বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপরে তারা রোগীদের ব্যবহৃত কম্বল নিম্ন মানের এবং রোগীদের দেওয়া খাবারের মান ও মাছের ওজন কম পান। বিভিন্ন ওয়ার্ড অপরিচ্ছন্ন দেখতে পান। হাসপাতালের সেবার মানসহ বিভিন্ন ক্রয় সংক্রান্ত অনিয়মের সত্যতা পান তাঁরা। এরপর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
তিনি আরোও বলেন,হাসপাতালের কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়ম দেখা গেছে। অতি নিম্ন মানের কম্বল ২৪০০ টাকা করে ক্রয় দেখানো হয়েছে যা বাজারে ৩০০-৫০০ টাকার বেশি না। রোগীদের খাবারের একটুকরো মাছের ওজন থাকার কথা ২৩০ গ্রাম, আছে গড়ে মাত্র ১৫৫ গ্রাম, যা প্রতারণার সামিল। এছাড়াও আমরা আরোও অনেক অনিয়ম পেয়েছি। বিস্তারিত জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কিছু তথ্য চেয়েছি যা আগামী সোমবারের মধ্যে আমাদের কাছে দিতে বলা হয়েছে। সেগুলো দেখে আমরা আমাদের পরবর্তী ব্যবস্থা নেব।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী বলেন, দুদকের কর্মকর্তারা হাসপাতালের অনিয়ম ও দুনীতি বিষয়ে অভিযান পরিচালনা করলেন। আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে, যা সোমবার এর মধ্যে দিয়ে দিতে বলেছে।

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে ৩ সদস্যের টিম অভিযান চালায়।

টিমের সদস্যরা হাসপাতালের স্টোর রুমসহ বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপরে তারা রোগীদের ব্যবহৃত কম্বল নিম্ন মানের এবং রোগীদের দেওয়া খাবারের মান ও মাছের ওজন কম পান। বিভিন্ন ওয়ার্ড অপরিচ্ছন্ন দেখতে পান। হাসপাতালের সেবার মানসহ বিভিন্ন ক্রয় সংক্রান্ত অনিয়মের সত্যতা পান তাঁরা। এরপর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
তিনি আরোও বলেন,হাসপাতালের কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়ম দেখা গেছে। অতি নিম্ন মানের কম্বল ২৪০০ টাকা করে ক্রয় দেখানো হয়েছে যা বাজারে ৩০০-৫০০ টাকার বেশি না। রোগীদের খাবারের একটুকরো মাছের ওজন থাকার কথা ২৩০ গ্রাম, আছে গড়ে মাত্র ১৫৫ গ্রাম, যা প্রতারণার সামিল। এছাড়াও আমরা আরোও অনেক অনিয়ম পেয়েছি। বিস্তারিত জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কিছু তথ্য চেয়েছি যা আগামী সোমবারের মধ্যে আমাদের কাছে দিতে বলা হয়েছে। সেগুলো দেখে আমরা আমাদের পরবর্তী ব্যবস্থা নেব।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী বলেন, দুদকের কর্মকর্তারা হাসপাতালের অনিয়ম ও দুনীতি বিষয়ে অভিযান পরিচালনা করলেন। আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে, যা সোমবার এর মধ্যে দিয়ে দিতে বলেছে।