সংবাদ প্রকাশের পর মেডিকেলে ভর্তির ব্যবস্থা হলো সেই ইমা আক্তারের

মারিয়া ইসলাম, সংবাদদাতা

ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভাঙ্গা পৌর সভার পূর্ব হাসামদিয়া গ্রামের ইমা আক্তারের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে। তাঁর ভর্তির খরচসহ লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিয়েছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান।

উল্লেখ্য-গত ২২ ও ২৬ জানুয়ারি সমকালে ‘মেডিকেলে চাঞ্চ পেয়েও কাদছে ইমা’ শিরোনামে এবং দৈনিক প্রলয়’র নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকায় ‘মেডিকেলে চাঞ্চ পেয়েও বিষন্নতায় ভুগছেন শিক্ষার্থী ইমা ও তাঁর পরিবার’ শিরেনামে সংবাদ প্রকাশ হয়।

এরপর বিষয়টি নজরে আসে তাদের। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ট্রাষ্টের পক্ষ থেকে মেডিকেলে ভর্তির খরচ বাবদ ৩০ হাজার টাকা ইমা আক্তার ও তাঁর বাবার হাতে তুলে দেন ট্রাষ্টের প্রতিনিধিরা। এদিন বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ইমা ও তার বাবার হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

ইউএনও মিজানুর রহমান জানান, আর্থিক সংকটের কারণে কোন সন্তানই যেন লেখাপড়া থেকে ঝরে না যায়। সেটাই আমরা চাই ইমার মতো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন সবসময়ই পাশে থাকবে।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিনিধি ফেরদৌস সানজিদ নিশো বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো দেখে ইমা ও তাঁর পরিবারের পাশে দাড়িয়েছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। এটি একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। ইমা আক্তারের মেডিকেলে ভর্তির জন্য ৩০ হাজার টাকা দেওয়ার হলো। এছাড়াও তার ডাক্তারী পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে। ভবিষ্যতে ইমা যদি বিদেশে গিয়ে মেডিকেল পড়াশোনা করতে চায় তার সকল আর্থিক সহযোগিতাও করবে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাষ্ট। এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা পুলিশ-প্রশাসনের কর্মকর্তা, সমাজ সেবক উসমান মুন্সী, জনপ্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ।

স্থানীয় মসজিদের ইমাম জয়নুল আবেদীন জানান, এলাকার একটি মেধাবী ছাত্রী টাকার অভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না, এটি হয় না। সামাজিক দায়বদ্ধতা থেকে ইমার মত মেধাবী প্রতিটি দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

ইমার বাবা বিল্লাল শেখ বলেন, আমি অনেক কষ্ট করে মেয়েকে এ পর্যন্ত এনেছি। আমার মেয়েকে সহযোগিতা করায় আমরা খুশি হয়েছি। যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইমা বলেন, ‘যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করবো।

ইমা আক্তার কে নিয়ে দৈনিক প্রলয়ের প্রকাশিত সংবাদ
প্রলয় ডেস্ক

Recent Posts

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

2 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

8 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

14 minutes ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

3 hours ago

রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…

3 hours ago

This website uses cookies.