সরকার আরিফ ইখতেষার, বেড়া
পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুরের বাধেরহাট এলাকায় ভয়াবহ আগুনে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে । এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভুগীরা । রবিবার (২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনেরমত দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যায়। রাত ২ টা ৩০ মিনিটের দিকে তারা খবর পান মার্কেটে আগুন লেগেছে।বাড়ি থেকে আসতে যতসময় ততক্ষণে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের নিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই বাজারের ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভুগীরা দাবি করেছেন। তবে আগুনের সূত্রপাত শনাক্ত করতে পারেনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
নিজাম উদ্দিন নামের স্বর্ণ ব্যবসায়ী জানান,ওই মার্কেটে মদিনা জুয়েলাস নামে স্বণের একটি দোকান ছিল তার। প্রতিদিনেরত দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলে। রাত ৩টার দিকে খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।
আমিনপুর থানার চরপাড়া এলাকার চাঁদ আলী মেম্বার আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ,কিছুদিন আগে এখানে মারামারি হয়। গতকাল একটি মিছিল হয়েছে তারপরে রাতে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।তাবে কারা মারামারি করেছেন বা গত কাল কারা মিছিল করেছেন সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
বাধেরহাট বাজারের সভাপতি গাজী শহিদুল্লাহ্ জানান, আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,বাজারের নাইট গার্ডের জবানবন্দী নিয়েছি সে আগুন লাগার বিষয়ে কিছু বলতে পারছে না এবং কাউকে আগুন লাগাতে দেখেওনি।
কাশিনাথপুর ফায়ার সার্ভিসের অফির্সাস ইনর্চাজ আহসান মুসা জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত এখনও শনাক্ত করতে পারিনি। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আমিনপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় সহায়তা করা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, শুনেছি ওই বাজারে মারামারি হয়েছে। আজও হচ্ছে বলে শুনেছি। মাসিক আইনসৃঙ্খলা মিটিং থাকায় সকালে যেতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে,আমিনপুর ওসির সাথে কথা বলে বিস্তারিত জেনে ও ঘটনাস্থ পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.