বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ পৈত্রিক সম্পত্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভাঙ্গায় আশ্রয়ন প্রকল্প ও সরকারি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদপুরে ওসির ক্ষমতা বলে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ প্রচার ছাড়াই ত্রিশাল প্রাণী সম্পদ অফিসের শুধু দুধ বিক্রি : নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ১০ কারখানায় ছুটি এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে সীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণ, ৭০ বছরের বৃদ্ধ আটক দীর্ঘ ১০ বছর পর হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব

বেড়ায় আগুনে পুড়ে ছাই ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান

সরকার আরিফ ইখতেষার, বেড়া

পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুরের বাধেরহাট এলাকায় ভয়াবহ আগুনে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে । এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভুগীরা । রবিবার (২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনেরমত দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যায়। রাত ২ টা ৩০ মিনিটের দিকে তারা খবর পান মার্কেটে আগুন লেগেছে।বাড়ি থেকে আসতে যতসময় ততক্ষণে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের নিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই বাজারের ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভুগীরা দাবি করেছেন। তবে আগুনের সূত্রপাত শনাক্ত করতে পারেনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

নিজাম উদ্দিন নামের স্বর্ণ ব্যবসায়ী জানান,ওই মার্কেটে মদিনা জুয়েলাস নামে স্বণের একটি দোকান ছিল তার। প্রতিদিনেরত দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলে। রাত ৩টার দিকে খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।

আমিনপুর থানার চরপাড়া এলাকার চাঁদ আলী মেম্বার আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ,কিছুদিন আগে এখানে মারামারি হয়। গতকাল একটি মিছিল হয়েছে তারপরে রাতে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।তাবে কারা মারামারি করেছেন বা গত কাল কারা মিছিল করেছেন সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বাধেরহাট বাজারের সভাপতি গাজী শহিদুল্লাহ্ জানান, আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,বাজারের নাইট গার্ডের জবানবন্দী নিয়েছি সে আগুন লাগার বিষয়ে কিছু বলতে পারছে না এবং কাউকে আগুন লাগাতে দেখেওনি।

কাশিনাথপুর ফায়ার সার্ভিসের অফির্সাস ইনর্চাজ আহসান মুসা জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত এখনও শনাক্ত করতে পারিনি। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আমিনপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় সহায়তা করা হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, শুনেছি ওই বাজারে মারামারি হয়েছে। আজও হচ্ছে বলে শুনেছি। মাসিক আইনসৃঙ্খলা মিটিং থাকায় সকালে যেতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে,আমিনপুর ওসির সাথে কথা বলে বিস্তারিত জেনে ও ঘটনাস্থ পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়