সহিদুল ইসলাম, ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে উপজেলার আলমপুর ইউনিয়নের ছিলিমপুর মৌজায় অবস্থিত একটি সরকারি খাস পুকুর তিন বছর আগে সরকার থেকে লিজ লিয়ে ছিলেন, বীরগ্রাম গ্রামের লুৎফর রহমানের ছেলে, আরাফাত রহমান আইনুল।
স্থানীয়রা বলেন তৎকালীন সময়ে আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের নিজস্ব লোক হওয়ার কারণে আরাফাত রহমান আইনুল পুকুর পেয়েছে, এই পুকুর লিজ নেওয়ার পর থেকেই আরাফাত ভিকু মেশিন দিয়ে পুকুর থেকে মাটি কেটে বিক্রি করে এবং বালু উত্তোলন করে নিজ ভাটা পরিচালনা করছেন।
যার কারণে এই পুকুরে আর মাছ চাষ আবাদ করা সম্ভব নয় পুকুরটি নষ্ট করে ফেলেছে, স্থানীয়রা আরো বলেন এই পুকুরটি সরকারের কাছ থেকে এলাকার যাকে লিজ দেওয়া হোক পুকুর সংস্কার করতে সরকারের অনেক ব্যয়বহুল খরচ হবে বলে জানান তারা।
আরাফাত রহমান আইনুল এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করে নেই, উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব রুহুল আমিন, বলেন দীর্ঘ তিন বছর আগে পুকুরটি নিয়েছিল আরাফাত রহমান আইনুল, ৫ আগস্ট এর আগ পর্যন্ত তার দখলে ছিল এই পুকুরটি আরাফাত মাটি কেটে পুকুরটি নষ্ট করেছে সরকারের খাস পুকুর লিজ নিয়ে এইভাবে মাটি কাটা মোটেও ঠিক হয় নাই আরাফাত রহমান আইনুলের বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আপনাদের মাধ্যমে আমরা জানলাম তবে ইতিমধ্যেই আমাদের উপজেলা প্রশাসনের মাঠকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
This website uses cookies.