Categories: শিক্ষা

ফুলবাড়িয়ায় অ্যালায়েন্স স্কলার অর্গানাইজেশন’র প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সেলিম মিয়া, ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অ্যালায়েন্স স্কলার অর্গানাইজেশন’র প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) অ্যালায়েন্স স্কলার অর্গানাইজেশন আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ (ফিলিপ), এনডিসি, পিএসসি, পিএইচডি। শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুকনুজ্জামান রুকন। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, এ সময় সংগঠনের সভাপতি আবু জায়েদ জিসান, সম্পাদক ইসফাকুল রহমান অভি প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুইজ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১০ টি পর্যায়ের ১০৯ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসাবে ১০ জনকে দেওয়া হয় ল্যাপটপ, দ্বিতীয়স্থান অধিকারী ১০ জনকে দেওয়া হয় ট্যাব, তৃতীয়স্থান অধিকারী ১০ জনকে দেওয়া হয় স্মার্ট ওয়াচসহ ৪-১০ নম্বর স্থান অধিকারীদের মাঝে বিভিন্ন ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ বলেন, পরিবর্তিত সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশে মেধা, সৎ ও যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করবো। যেখানে মানুষ সৎ হবে, দেশ প্রেমিক হবে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে, সবার মাঝে এ যোগ্যতা থাকবে।

সামিট পাওয়ার লিমিটেডের এমডি,দা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর মহিলা কলেজের চেয়ারম্যান ড. মনিরুল ইসলাম আখন্দ আরও বলেন, পুরস্কারের মূল্যটা মোস্ট ইনপরটেন্ট না, ফাস্ট পুরস্কার একটা ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার একটা ট্যাব দেব, এটা বাজারের মূল্যের চেয়ে মানসিক মূল্যটা অনেক বেশি। ভালো করার যে কৃতিত্ব সেটা বাজারের দ্রব্যমূল্য দিয়ে মূল্যায়ন করতে পারবা না। আমি চাই উপজেলার সন্তানরা লেখা পড়ার সুযোগ পাক, জেলার সবার সাথে প্রতিযোগিতা শ্রেষ্ঠ হতে পারে এবং আন্তর্জাতিক মহলেও যাতে তোমরা ভালো করতে পারি। তাতে যোগ্য ব্যক্তি তৈরি হবে। তোমার যোগ্যতাই তোমাকে ভালো স্থানে নিয়ে যাবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

22 minutes ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

26 minutes ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

28 minutes ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

30 minutes ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

32 minutes ago

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

38 minutes ago

This website uses cookies.