জেলা সমন্বয়কের বহিষ্কারের সীদ্ধান্তের প্রতিবাদে দুই সমন্বয়কের সংবাদ সম্মেলন

আহসান হাবিব, (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ফজলে রাব্বির অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে ও তেঁতুলিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হযরত আলী ও ওবায়দুল হককে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের উপজেলার সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে ঐতিহাসিক তেঁতুলতলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেঁতুলিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো.ওবায়দুল হক ও হযরত আলী।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তারা অভিযোগ করে বলেন,তেঁতুলিয়া সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী ডাক দেয়ায় এবং ছাত্রদলের সাথে সম্পকিত থাকার কারনে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বী এক প্রেস রিলিজের মাধ্যমে সমন্নয়ক হযরত আলী ও ওবায়দুল হককে বহিষ্কার করেন। তার এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এ সময় সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি হযরত আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও বহিস্কার আদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম তেঁতুলিয়ায়৷ আমি জীবনের মায়া ত্যাগ করে সে সময় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে দাঁড়িয়ে ছিলাম। আমরা লক্ষ করেছি আমরা যখনই এই উপজেলার ইউএনওকে অপসারণের দাবী তুলি তখনই ফজলে রাব্বি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান। আমরা তাকে তেঁতুলিয়ায় অবাঞ্চিত ঘোষণা করলাম। তিনি আমাকে কিসের ভিত্তিতে বহিষ্কার করলেন এটি জানতে চাই। তিনি নিজেও একজন শিবির কর্মী। শিবির কর্মীদের পূর্ণবাসনের জন্যই তিনি আমাদের পিছনে লেগেছেন।

এদিকে ওবায়দুল হক জানান, আমরা শুরু থেকে ছাত্র জনতা কে সঙ্গে নিয়ে তেতুলিয়া আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা আন্দোলন করলাম তেঁতুলিয়ায়,অথচ তেঁতুলিয়া ছিল না তারা এখন নিজেকে সমন্বয়ক দাবি করেছেন,শিবির কর্মীকে পূর্ণবাসন করছেন ফজলে রাব্বি। আমরা কারো কথাই আন্দোলনে নামিনি। আমাদেরকে বহিষ্কার করার যোগ্যতা তিনি রাখেন না৷

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও মুভির ছাত্র আন্দোলনেরর সময় আন্দোলনকারী শাহিনুর রহমান সবুজ,সাধারণ শিক্ষার্থী রাব্বি হাসান হৃদয়, মোঃ মাহি প্রমুখ।

প্রলয় ডেস্ক

Recent Posts

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

2 minutes ago

বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…

1 hour ago

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

3 hours ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

12 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

18 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

18 hours ago

This website uses cookies.