মাসুম বিল্লাহ, বগুড়া
বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ও জনসেবা বিঘ্নিত এবং প্যানেল চেয়ারম্যান (১) নুরনবী মন্ডল হিটলারের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে ইউনিয়নবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সুঘাট ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী সচেতন এলাকাবাসীদের মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, আবু সাঈদ, হুমায়ুন কবির বিপ্লব, কে এম মানিক, শেখ ফরিদ, সিরাজুল ইসলাম,ইউপি সদস্য মনজুয়ারা বেগম জানান, গত ১৪ জানুয়ারী থেকে অত্র ইউনিয়নের অনুপস্থিত থেকে আমাদের সেবা না দেওয়ায় আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সনদে তাদের স্বাক্ষর প্রয়োজন হয় কিন্ত তারা না দেওয়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদি তারা কর্মস্থলে না ফেরে তাহলে স্বইচ্ছায় তারা পদত্যাগ করে যেন চলে যায়। এছাড়াও প্যানেল চেয়ারম্যান (১) নুরনবী মন্ডল হিটলারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলেও দাবি করেন মানববন্ধনকারীরা।
এ বিষয়ে নূররবী মন্ডল হিটলার জানান, বর্তমানে ইউনিয়নে উন্নয়ন সহায়তা ৬ লক্ষ ৬৯ হাজার ৪শ টাকা, এডিপি ৫ লক্ষ টাকা, কাবিটা ৯ লক্ষ ৪২ হাজার ৭শ ৯২ টাকা, কাবিখা ৮ লক্ষ ১ হাজার ৭১১ টাকাসহ মোট ৩১ লক্ষ টাকা বরাদ্দ আসছে। বরাদ্দের টাকাগুলো যেন ফেরত না যায়।
ইউপি সদস্যগণ গত দেড় মাস ধরে পরিষদে অনুপস্থিত। তারা কর্মস্থলে ফিরে জনগনের জন্য যেন কাজ করে।
এ সময় উপস্থিত মোশারফ হোসেন, জফের আলী, আর মাহমুদ, গোলাম রব্বানী বুলু, আমিনুল ইসলামসহ অনেকে জানান, বরাদ্দকৃত টাকা আত্মসাতের উদ্দ্যেশ্যে গোপন রাখার চেষ্টা করেছিল। আত্মসাৎ করতে না পারায় তারা দেড়মাস পর্যন্ত কর্মস্থলে ফিরছেনা।
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…
This website uses cookies.