বিশেষ সংবাদদাতা
আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণপরিষদের নির্বাচনের দাবি তুলে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিলম্বত করা যাবে না।
তিনি বলেন, অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, তাকে শপথ রক্ষা করতে হবে। সংসদ নির্বাচন সবার আগে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না।
শনিবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের মেমোরিয়াল হলে বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।
আসাদুজ্জামান রিপন আরও বলেন, ১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, এর ১৮ মিনিট বেশি সময় নেওয়া যাবে না। বিএনপি সেই সময় দেবে না। বিগত ১৬ বছরে জনগণ ভোট দিতে পারেনি। এই ১৬ বছরে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করা হয়েছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, দখলবাজিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া দখলবাজিকে প্রশ্রয় দেন না।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান মাসুক, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা প্রমুখ।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, এদেশে খুবই দ্রুত জাতীয় নির্বাচন হবে। তবে সংসদ নির্বাচনের আগে কোন নির্বাচন দেশের জানগন মানবেন না। দেশের সাধারণ মানুষ ১৭/১৮ বছর যাবৎ নিজের ভোট নিজে দিতে পারেন নি। তাদের বহু দিনের আশা নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। পতিত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, নিরাপদ পথ চলার অধিকার টুকু কেড়ে নিয়ে ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মা – মাটি মানুষের নেত্রী। তিনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তখনই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্টিত হবে। আপনার কেউ বিশৃঙ্খলা করবেন না।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.