বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না : ড. আসাদুজ্জামান রিপন

বিশেষ সংবাদদাতা

আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণপরিষদের নির্বাচনের দাবি তুলে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিলম্বত করা যাবে না।

তিনি বলেন, অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, তাকে শপথ রক্ষা করতে হবে। সংসদ নির্বাচন সবার আগে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না।

শনিবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের মেমোরিয়াল হলে বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।

আসাদুজ্জামান রিপন আরও বলেন, ১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, এর ১৮ মিনিট বেশি সময় নেওয়া যাবে না। বিএনপি সেই সময় দেবে না। বিগত ১৬ বছরে জনগণ ভোট দিতে পারেনি। এই ১৬ বছরে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করা হয়েছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, দখলবাজিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া দখলবাজিকে প্রশ্রয় দেন না।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান মাসুক, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা প্রমুখ।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, এদেশে খুবই দ্রুত জাতীয় নির্বাচন হবে। তবে সংসদ নির্বাচনের আগে কোন নির্বাচন দেশের জানগন মানবেন না। দেশের সাধারণ মানুষ ১৭/১৮ বছর যাবৎ নিজের ভোট নিজে দিতে পারেন নি। তাদের বহু দিনের আশা নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। পতিত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, নিরাপদ পথ চলার অধিকার টুকু কেড়ে নিয়ে ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মা – মাটি মানুষের নেত্রী। তিনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তখনই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্টিত হবে। আপনার কেউ বিশৃঙ্খলা করবেন না।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়