জাফর আহমেদ, কুড়িগ্রাম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এই আদেশ দেন। সদর থানার ওসি হাবিবুল্লাহ ও সাদ্দামের আইনজীবী শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ওসি হাবিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।’
জানা যায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশিক হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার থেকেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি হাবিবুল্লাহ।
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…
This website uses cookies.