বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম তিন দিনের রিমান্ডে

জাফর আহমেদ, কুড়িগ্রাম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এই আদেশ দেন। সদর থানার ওসি হাবিবুল্লাহ ও সাদ্দামের আইনজীবী শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানার ওসি হাবিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।’

জানা যায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশিক হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার থেকেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি হাবিবুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়