সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ব্যুরো প্রধান
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসায় চুরির ঘটনায় মো. জুয়েল মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে জেলার তারাকান্দা উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ময়মনসিংহ নগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া ও ফিরোজা বেগমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক বিভিন্ন অপরাধে মামলা রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন এম এম মোহাইমেনুর রশিদ অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। ফ্ল্যাটটির বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস বাসায় না থাকার সুযোগে চোর তালা কেটে ভেতরে প্রবেশ করে।
এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে ২ লাখ টাকা নগদ, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫টি শাড়ি চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচিত হয়।
এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক এবং গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযান চালানো হয়। ফলে ঘটনার ১৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.