ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়: রিজভী

ময়মনসিংহে বিচারকের বাসায় দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ১

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৮৫ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসায় চুরির ঘটনায় মো. জুয়েল মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে জেলার তারাকান্দা উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ময়মনসিংহ নগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া ও ফিরোজা বেগমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক বিভিন্ন অপরাধে মামলা রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন এম এম মোহাইমেনুর রশিদ অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। ফ্ল্যাটটির বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস বাসায় না থাকার সুযোগে চোর তালা কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে ২ লাখ টাকা নগদ, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫টি শাড়ি চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচিত হয়।

এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক এবং গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযান চালানো হয়। ফলে ঘটনার ১৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে বিচারকের বাসায় দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ১

আপডেট সময় : ০৭:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসায় চুরির ঘটনায় মো. জুয়েল মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে জেলার তারাকান্দা উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ময়মনসিংহ নগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া ও ফিরোজা বেগমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক বিভিন্ন অপরাধে মামলা রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন এম এম মোহাইমেনুর রশিদ অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। ফ্ল্যাটটির বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস বাসায় না থাকার সুযোগে চোর তালা কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে ২ লাখ টাকা নগদ, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫টি শাড়ি চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচিত হয়।

এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক এবং গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযান চালানো হয়। ফলে ঘটনার ১৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।