লক্ষ্য জানিয়ে রেখেছিলেন রিশাদ হোসেন। ম্যাচেও রাখলেন ছাপ। বল হাতে ঘূর্ণি তুললেন, ইসলামাবাদ ইউনাইটেডের গুরুত্বপূর্ণ তিনটি উইকেটও নিলেন। তাতেই চতুর্থবারের মতো পিএসএলের শিরোপার মঞ্চে লাহোর কালান্দার্স। এবার বাংলাদেশি লেগ স্পিনারের চোখ এবার সরাসরি ট্রফিতে।
শুক্রবার কোয়ালিফায়ারে ব্যাটিংয়ে দাপট দেখানোর পর বোলিংয়ে তোপ দেগেছিল শাহিন শাহ আফ্রিদির দল। ইসলামাবাদ কোনো সুযোগই পায়নি। ২০২ রানের লক্ষ্যে নেমে থেমেছে ১০৭ রানে। ৯৫ রানের জয়ে ২৫ তারিখের টিকিট কাটে লাহোর। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্লাডিয়েটরস।
ট্রফিতে চোখ রাখা রিশাদের লক্ষ্যে পরিবর্তন আসেনি। সামাজিক যোগযোগমাধ্যমে এক পোস্টে রিশাদ লিখেছেন, ‘মিশন সম্পন্ন। এবার চোখ ট্রফিতে।’ উইকেট উদযাপনের দুটি ছবিও পোস্টে রেখেছেন টাইগার লেগি।
ইসলামাবাদের বিপক্ষে নামার আগে সাকিব আল হাসানের দোভাষীর সাহায্যে রিশাদ বলেছিলেন, ‘আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া। এটাই লক্ষ্য। এ ছাড়া কোনো উদ্দেশ্য নেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করা দরকার, আমরা তাই করব আজ এবং ২৫ তারিখেও।’
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
This website uses cookies.