৩৬৫ কোটি টাকার ম্যাচে বেলিংহ্যামদের মুখোমুখি হামজা

জুনের শুরুতে বাংলাদেশের মাটিতে অভিষেক হামজা চৌধুরীর। তার আগে তার দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে বড় এক ম্যাচ খেলতে হচ্ছে তাকে। আজ লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপ প্লে–অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে দলটা। এই ম্যাচ থেকে সম্ভাব্য অর্থলাভের অঙ্কটা অনেক বড়, ৩৬৫ কোটি টাকা। তাই লড়াইটার দামও বেড়ে যাচ্ছে পাল্লা দিয়ে।

তবে টাকার চেয়ে বড় বিষয় হচ্ছে এই ম্যাচ জিতলে প্রিমিয়ার লিগ খেলার হাতছানি। এই ম্যাচ জিতলেই এক মৌসুম বাদে আবারও প্রিমিয়ার লিগে পা রাখবে শেফিল্ড ইউনাইটেড। সেক্ষেত্রে হামজাকেও আবার দেখা যেতে পারে প্রিমিয়ার লিগে।

বড় জয়ে প্রিমিয়ার লিগের এক ম্যাচের দূরত্বে হামজার শেফিল্ড

শেফিল্ড এক মৌসুম আগেই প্রিমিয়ার লিগে খেলেছে। তবে টেকেনি দলটা। ওদিকে সান্ডারল্যান্ড সেই ২০১৭ সালে সবশেষ খেলেছে বিশ্বের সবচেয়ে দামি এই লিগে। ফলে দুই দলই যে প্রিমিয়ার লিগে যাওয়ার মরিয়া চেষ্টাটাই করবে, তা বলাই বাহুল্য।

এই ম্যাচ জিতলে বড় অঙ্কের অর্থযোগের হাতছানি এর গুরুত্বটা অনেকগুণে বাড়িয়ে দিচ্ছে। অর্থ বিষয়ক প্রতিষ্ঠান ডেলয়েট ২০২০ সালে জানায়, চ্যাম্পিয়নশিপ প্লে–অফ ফাইনালে জিতলেই একটা দল সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ থেকে উপরি আয় করতে পারে ১৬.৭ থেকে ৩২.৮ কোটি ডলার। সেটা কোভিডকালের পর মূল্যস্ফীতির বাজারে যে আরও বেড়েছে, তা নিশ্চয়ই আর বলে দিতে হয় না!

হামজাকে এক নজর দেখতে শিলংয়ে ভারতীয় সমর্থকদের ভিড়

 

 

তবে এই ম্যাচের গুরুত্ব বাংলাদেশিদের কাছে বেশি, কারণ ম্যাচে আছে হামজা চৌধুরীর উপস্থিতি। বাংলাদেশি এই মিডফিল্ডার মাঝমৌসুমে শেফিল্ডে যোগ দিয়ে খেলছেন বেশ ভালো। দলকে একটা বড় সময় চ্যাম্পিয়নশিপের শীর্ষে রাখাতেও বড় অবদান ছিল তার।

কিন্তু শেষ দিকে এসে পা হড়কে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারায় শেফিল্ড। এবার প্লে অফের ফাইনালে নিশ্চয়ই সে সুযোগ হারাতে চাইবে না দলটা। এদিকে প্রিমিয়ার লিগে খেলার দুয়ারে থাকা আরেক দল সান্ডারল্যান্ড অনেক কষ্টেসৃষ্টে শীর্ষ ছয় নিশ্চিত করে প্লে অফের টিকিট কাটে। ফলে তারাও এত কষ্টের পর প্রিমিয়ার লিগে খেলতে চাইবে যে করেই হোক, তা নিশ্চিত।

বার্নলির মাঠে বর্ণবাদী আচরণের শিকার হলেন হামজা

 

সান্ডারল্যান্ড দলে একটা নাম আপনার পরিচিত ঠেকতে পারে, তিনি বেলিংহ্যাম। না, জুড বেলিংহ্যাম নন, তার ভাই জোবে বেলিংহ্যাম খেলেন দলটিতে। আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আপনার নজর রাখার আরও একটা কারণও তৈরি হয়ে গেল নিশ্চয়ই!

 

 

প্রলয়/তাসনিম তুবা

 

Md Seyam

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

This website uses cookies.