হার্ভার্ডের তিন বিলিয়ন ডলারের অনুদান প্রত্যাহার করে ট্রেড স্কুলকে দিতে চান ট্রাম্প

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিন বিলিয়ন ডলারের বৈজ্ঞানিক ও প্রকৌশল গবেষণা অনুদান প্রত্যাহার করে তা যুক্তরাষ্ট্রের ট্রেড স্কুলগুলোকে দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় সোমবার (২৬ মে)  নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, হার্ভার্ড ‘উগ্র বামপন্থি বোকা’ এবং ‘পাখির মস্তিষ্কের’ প্রফেসরদের নিয়োগ দিচ্ছে এবং সেই কারণে সরকার পরিচালিত গবেষণা অনুদান তাদের দেওয়া উচিত নয়।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ক্ষমতা স্থগিত করতে চেয়েছিল। আদালতের নির্দেশে সে উদ্যোগে আপাতত স্থগিত হয়েছে। হার্ভার্ড বলছে, এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, যা মার্কিন সংবিধান লঙ্ঘন করে।

হার্ভার্ড জানিয়েছে, মে মাসে একাধিক সরকারি সংস্থা—যেমন, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ), ইউএস ফরেস্ট সার্ভিস, এনার্জি বিভাগ, প্রতিরক্ষা বিভাগ— চিঠি পাঠিয়ে তাদের প্রায় সব অনুদান বাতিল করেছে।

চিঠিগুলোতে বলা হয়, ‘এসব অনুদান ‘আর সংস্থার অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

হার্ভার্ড ইতোমধ্যে আদালতে এই তহবিল প্রত্যাহারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, এটি মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল।

হার্ভার্ডের গবেষণা তহবিল মূলত কংগ্রেস অনুমোদিত অর্থ যা জৈব-চিকিৎসা গবেষণার জন্য এনআইএইচ-এর মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এ ধরণের উচ্চমানের গবেষণা সাধারণত ট্রেড স্কুলে হয় না, ফলে এই অর্থ পুনর্বন্টন বাস্তবে কতটা সম্ভব তা নিয়েও উঠেছে প্রশ্ন।

হোয়াইট হাউজ এখনও স্পষ্ট করেনি কোন অনুদানগুলো সরানো হবে বা কীভাবে সেগুলো ট্রেড স্কুলে দেওয়া সম্ভব হবে।

হার্ভার্ডে বর্তমানে প্রায় ছয় হাজার ৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছে, যা মোট শিক্ষার্থীর ২৭ শতাংশ। তারা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আয়ের বড় উৎস। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর হলে হাজারো বিদেশি শিক্ষার্থীকে স্থানান্তরিত হতে হতো।

তবে এক মার্কিন বিচারক এই সিদ্ধান্ত অস্থায়ীভাবে স্থগিত করেছেন।

ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের করমুক্ত সুবিধা বাতিল, তহবিলে কর বৃদ্ধি এবং সাদা, এশীয়, পুরুষ বা স্ট্রেইট কর্মী বা আবেদনকারীদের প্রতি বৈষম্য হয়েছে কি না, সে বিষয়ে তদন্তও শুরু করেছে।

হার্ভার্ড বলছে, তাদের নিয়োগ ও ভর্তি নীতিমালা সম্পূর্ণভাবে আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

 

প্রলয়/তাসনিম তুবা 

Md Seyam

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

38 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

48 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

50 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

53 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

57 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

59 minutes ago

This website uses cookies.