ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারস প্রদেশের রাজধানী শিরাজে ছুরিকাঘাতে এক বিচারককে হত্যা করা হয়েছে। নিহত বিচারকের নাম এহসান বাঘেরি। মঙ্গলবার সকালে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক বিচার বিভাগঅ
এহসান বাঘেরি এর আগে বিভিন্ন শহরে বিপ্লবী আদালতের কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি শিরাজের ফৌজদারি আদালত-২ এর ১০২ নম্বর শাখার প্রধান হিসেবে নিয়োগ পান।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে ফারস প্রদেশের বিচার বিভাগীয় প্রধান সদরুল্লাহ রাজায়ী বলেন, ‘আজ সকালে শিরাজের ফৌজদারি আদালত-২ এর ১০২ নম্বর শাখার প্রধান বিচারক এহসান বাঘেরিকে দুই ব্যক্তি হামলা চালিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। তিনি কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন এবং দুঃখজনকভাবে শহিদ হন।’
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ড ‘ঠান্ডা অস্ত্র’ অর্থাৎ ছুরি দিয়ে চালানো হয়েছে।
এই হত্যাকাণ্ডের পর ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই একটি বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন।
আইআরএনএ জানায়, বাঘেরির বয়স ছিল ৩৮ বছর এবং তিনি বিচার বিভাগে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন।
এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি এবং তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইরানে বিচারক হত্যার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে দেশটির রাজধানী তেহরানে এক ব্যক্তি গুলি করে হত্যা করেন দুই প্রভাবশালী কট্টরপন্থি বিচারককে। ওই দুই বিচারক ১৯৮০-এর দশকে সরকারের বিরোধীদের গণবিচার ও মৃত্যুদণ্ড কার্যকর করার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রলয়/তাসনিম তুবা
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.