নিজস্ব প্রতিবেদক
বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন আনন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দিপুর সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন।ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ।
এ নির্বাচনে ২৪৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বশির আহমেদ কোম্পানি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: দিদারুল আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: গিয়াসউদ্দিন পেয়েছেন ১১২ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো: ইলিয়াস ২৫৮, সহ-সভাপতি পদে মো: এনায়েতুর রহমান ১৭০, সহ সাধারণ সম্পাদক পদে মো: এরশাদ বাপ্পি ২৪৮, অর্থ সম্পাদক পদে আবদুল মান্নান ২০৬, সহ-অর্থ সম্পাদক পদে তানভীর বিন হাসান ১৬২, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: সাহিদুল আলম বাবুন ২২৪, প্রচার সম্পাদক পদে মো:হারেস ১৮১, কার্যকরী পরিষদের সদস্য পদে যৌথভাবে আসিবুল ইসলাম ও মো: জামাল উদ্দিন ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আনন্দিপুর সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের নিকট আমি কৃতজ্ঞ।
ফলাফল শেষে বিজয়ী প্রার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আনন্দিপুরবাসী। এরপর বিজয়ী প্রার্থীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.