প্রবীণদের সুখবর জানালেন স্বাস্থ্য সচিব

সারা দেশের সব হাসপাতালে প্রবীণদের বিশেষ স্বাস্থ্যসেবায় জেরিয়াট্রিক (প্রবীণদের বিশেষায়িত) ওয়ার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।

তিনি বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে। আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে।

বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ)-এর উদ্যোগে শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, এই উদ্যোগ প্রবীণ নাগরিকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নার্সদের উদ্দেশে স্বাস্থ্য সচিব বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে।

তিনি বলেন, এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুন, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক।

তিনি বলেন, ‘নার্সদের দক্ষতা উন্নয়ন ও পরিচর্যার মান বৃদ্ধির সরকারের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, সাবেক পরিচালক প্রফেসর তাহমিনা আখতার।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন আকন্দ বলেন, নার্সদের জন্য একটি মানসম্পন্ন স্ট্যান্ডার্ড সেটআপ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আন্ত:পেশাগত দ্বন্দ্ব নিরসনে গৃহীত উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন এবং বদলি ও স্থায়ীকরণ প্রক্রিয়া সহজীকরণসহ চলমান কাজের অগ্রগতি সম্পর্কে বর্ণনা দেন।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার বলেন, ‘মানসম্মত নার্সিং শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ এবং কলেজ পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।’

অনুষ্ঠানে নার্সিং শিক্ষা, সেবা এবং প্রশাসনে বিশেষ অবদান রাখার জন্য তিনজন বিশিষ্ট নার্সকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ৩ জন নার্স হচ্ছেন, মেজর আকলিমা, জনাব সুখলাল মন্ডল ও জনাব শফিউল আজম শাকিল।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মাহবুবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএ’র সাধারণ সম্পাদক প্রফেসর ড. রবিউল ইসলাম, বিজিএ’র সহ সভাপতি প্রফেসর ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া, বিজিএ’র যুগ্ম সম্পাদক ড. দিলীপ কুমার সাহা, অর্থ সম্পাদক ডা প্রদীপ কুমার সাহা এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন মণি, এড. ইমাম হাসান খান মামুন, আব্দুল খালেক অনিক, শফিউল আজম শাকিল ও মুন্নি খাতুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবা সুলতানা বলেন, নার্সিং পেশাকে একটি মানবিক ও শক্তিশালী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা, নীতি ও গবেষণার সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করতে হবে।

আলোচনা সভায় বিজিএ’র বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও ঢাকার একটি সরকারি ও ৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ নেন।

 

Md Seyam

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

This website uses cookies.