ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় মা ও তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরের দিন, মঙ্গলবার (১৫ জুলাই) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত গৃহবধূর দেবর নজরুলকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ময়না আক্তার (২৫) ও তার দুই শিশু সন্তান রাইসা (৭) এবং নিরব (২)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গত ১৩ জুলাই রাতের কোনো এক সময়ে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের দেবর নজরুল পলাতক ছিল।
অবশেষে মঙ্গলবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা পুলিশের একটি বিশেষ টিম।
জেলা পুলিশ সুপার (এসপি) এ বিষয়ে বলেন, “ঘটনার পর থেকেই নজরুলকে আমরা নজরদারিতে রেখেছিলাম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।”
নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে থানায় রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
This website uses cookies.