ভালুকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার, দেবর নজরুল গ্রেফতার

- আপডেট সময় : ০৭:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২১৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় মা ও তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরের দিন, মঙ্গলবার (১৫ জুলাই) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত গৃহবধূর দেবর নজরুলকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ময়না আক্তার (২৫) ও তার দুই শিশু সন্তান রাইসা (৭) এবং নিরব (২)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গত ১৩ জুলাই রাতের কোনো এক সময়ে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের দেবর নজরুল পলাতক ছিল।
অবশেষে মঙ্গলবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা পুলিশের একটি বিশেষ টিম।
জেলা পুলিশ সুপার (এসপি) এ বিষয়ে বলেন, “ঘটনার পর থেকেই নজরুলকে আমরা নজরদারিতে রেখেছিলাম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।”
নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে থানায় রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।