ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারীর
উলিপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার: শিবির সভাপতি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৭০ বার পড়া হয়েছে

নূর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ

“মেধার উদযাপন, ভবিষ্যতের অনুপ্রেরণা”— এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হলো এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজ মাঠে উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই মহতি আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে তোমাদের অবদান রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান দুই শিক্ষাবিদ- ড. মো. নিজাম উদ্দীন, প্রফেসর (আরবি বিভাগ), ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী, প্রফেসর (প্রাণিবিদ্যা বিভাগ)। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যাওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।ড. নিজাম উদ্দীন বলেন, “সফলতার আসল মানে শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; সততা, অধ্যবসায় ও জ্ঞানচর্চাই শিক্ষার্থীর প্রকৃত পরিচয় গড়ে তোলে।”

অন্যদিকে ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী বলেন, “গ্রামীণ শিক্ষার্থীরাও চাইলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, চেয়ারম্যান, উলিপুর উন্নয়ন ফোরাম। তিনি বলেন, “আজ যাদের আমরা সংবর্ধনা দিচ্ছি, তারা আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের কান্ডারি। এই সংবর্ধনা তাদের জীবনে নতুন উদ্দীপনা যোগাবে এবং স্বপ্ন পূরণের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।”সকাল থেকে অনুষ্ঠানস্থলে ভিড় জমে যায় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের। উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজ মাঠ বর্ণিল সাজে সজ্জিত হয়। শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনেক শিক্ষার্থী জানান, এ সংবর্ধনা তাদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। অভিভাবকরা বলেন, সন্তানদের এই সাফল্যে তারা গর্বিত এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়ে দেবে।

সংগঠকরা জানান, এ সংবর্ধনার উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া নয়; বরং তাদের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। মেধার যথাযথ মূল্যায়ন হলে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হয়ে পড়াশোনায় মনোযোগী হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

উলিপুরের সাধারণ মানুষ, শিক্ষক ও স্থানীয় সুধীজনরা এই আয়োজনকে প্রশংসা করেছেন। তাদের মতে, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

উলিপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার: শিবির সভাপতি

আপডেট সময় : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

নূর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ

“মেধার উদযাপন, ভবিষ্যতের অনুপ্রেরণা”— এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হলো এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজ মাঠে উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই মহতি আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে তোমাদের অবদান রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান দুই শিক্ষাবিদ- ড. মো. নিজাম উদ্দীন, প্রফেসর (আরবি বিভাগ), ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী, প্রফেসর (প্রাণিবিদ্যা বিভাগ)। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যাওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।ড. নিজাম উদ্দীন বলেন, “সফলতার আসল মানে শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; সততা, অধ্যবসায় ও জ্ঞানচর্চাই শিক্ষার্থীর প্রকৃত পরিচয় গড়ে তোলে।”

অন্যদিকে ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী বলেন, “গ্রামীণ শিক্ষার্থীরাও চাইলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, চেয়ারম্যান, উলিপুর উন্নয়ন ফোরাম। তিনি বলেন, “আজ যাদের আমরা সংবর্ধনা দিচ্ছি, তারা আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের কান্ডারি। এই সংবর্ধনা তাদের জীবনে নতুন উদ্দীপনা যোগাবে এবং স্বপ্ন পূরণের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।”সকাল থেকে অনুষ্ঠানস্থলে ভিড় জমে যায় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের। উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজ মাঠ বর্ণিল সাজে সজ্জিত হয়। শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনেক শিক্ষার্থী জানান, এ সংবর্ধনা তাদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। অভিভাবকরা বলেন, সন্তানদের এই সাফল্যে তারা গর্বিত এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়ে দেবে।

সংগঠকরা জানান, এ সংবর্ধনার উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া নয়; বরং তাদের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। মেধার যথাযথ মূল্যায়ন হলে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হয়ে পড়াশোনায় মনোযোগী হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

উলিপুরের সাধারণ মানুষ, শিক্ষক ও স্থানীয় সুধীজনরা এই আয়োজনকে প্রশংসা করেছেন। তাদের মতে, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।