পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে একটি লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৭) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের লিচু বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
নিহত নয়ন ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন হোসেন দোকানের কাজ সেরে প্রতিদিন রাত সোয়া ৯ টার দিকে বাড়ি ফিরতেন। গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এই অবস্থায় গভীর রাত পর্যন্ত পরিবারের সদস্যরা শিমুলতলা বাজার ও এর আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।
বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে লিচু বাগানের মধ্যে নয়নের মরদেহ পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে নয়নের মরদেহ শনাক্ত করেন। এসময় মরদেহটি উপুড় করে রাখা ছিল। তার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। পরনে গাঢ় খয়েরি রঙের টি-শার্ট, জিনস প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, কয়েক দিন আগে একটি সমিতি থেকে উত্তোলন করা ঋণের ৫০ হাজার টাকা নয়নের কাছে ছিল। ওই টাকার জেরেই সে হত্যা হতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
এব্যাপারে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি, পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.