‘অর্থাভাবে সাংবাদিক বাবুর চিকিৎসা বন্ধ, দিশেহারা পরিবার’

নিজস্ব প্রতিবেদক

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবু। কিডনিসহ নানান জটিল রোগে আক্রান্ত দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু। দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন। তার পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই। চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এই কলমসৈনিক।’’

এ অবস্থায় তার পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার। তার পরিবারে স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রয়েছেন। মেয়েটি একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন অসুস্থতার কারণে খেয়ে না খেয়ে দিন পার করছে এই সাংবাদিক পরিবার।’

এরইমধ্যে চিকিৎসার খরচ জোগাতে জেলা শহরের কামাতপাড়া মহল্লার ছয় শতকের ভিটেটুকুও বিক্রি করে দিতে হয়েছে। সাইফুল আলম বাবু বর্তমানে কিডনি বিশেষজ্ঞ ডা. মোবাশ্বের আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তবে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।’

পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক কালের কণ্ঠ, বিডি নিউজ, দিগন্ত টিভিসহ প্রথম সারির একাধিক গণমাধ্যমে পঞ্চগড় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দিগন্ত টিভি বন্ধ হয়ে যাওয়ার পর আর কোনো টেলিভিশনে যোগদান করতে পারেননি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক বাবুর স্ত্রী মায়া আক্তার বলেন, ‘আমাদের ভিটেবাড়িসহ যা ছিল, সব বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন আর পারছি না। তার দিকে তাকালেই চোখ ভিজে আসে। কী করবো, কিছুই বুঝতে পারছি না। তাকে জরুরিভাবে রংপুর নিতে বলেছেন এখানকার চিকিৎসকরা। কিন্তু বর্তমানে কোনোভাবেই কিছু করতে পারছি না।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এসএম মাহবুব উল আলম বলেন, ‘সাংবাদিক বাবু কিডনি, ডায়াবেটিসসহ নানান জটিল রোগে আক্রান্ত। এরই মাঝে ব্রেন স্ট্রোক করেছেন। এমন রোগীর পঞ্চগড়ে তেমন চিকিৎসা দেওয়ার মতো যথাযথ ব্যবস্থা নেই।

তবে আমাদের মতো করে যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে। তাকে জরুরিভাবে ঢাকা বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা দরকার। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা পেলে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

26 minutes ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

7 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

7 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

7 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

7 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

9 hours ago

This website uses cookies.