‘পরীক্ষার ফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তালা’

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন অকৃতকার্য একদল শিক্ষার্থী।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষা বোর্ডের মূল গেটে তালা ঝুলিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা। প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন তারা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও তাদের নীরব থাকতে দেখা যায়।

এদিকে ফটকে তালাবদ্ধ অবস্থায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা বোর্ডের প্রধান ফটকে নেমে এসে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন। এতে হট্টগোল সৃষ্টি হলে তারা ভেতরে চলে যায়।

ফটকে তালা দেওয়া প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান আরও বলেন, শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে ফটকে তালা দিয়েছিল। এ ঘটনার দুই ঘণ্টা পর তারা বোর্ডের সামনে থেকে সরে গেছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে গতকাল সোমবার শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। ওই স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, আমরা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী। গত ১৫ অক্টোবর যে মূলায়ন প্রকাশিত হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং বৈষম্যযুক্ত। তাই দয়া করে এই ফলাফল বাতিল করে করেন।’

দুই দফা দাবিতে তারা আরও জানান, প্রকাশিত ত্রুটিপূর্ণ ও বৈষম্যযুক্ত ফলাফলকে বাতিল ঘোষণা করতে হবে এবং দেশের সকল বোর্ডের সঙ্গে সমভাবে সাবজেক্ট ম্যাপিং নিয়ে আলোচনা করে এসএসসি ফলাফল হতে পুনরায় সকল বিষয়ের ফলাফল সিট তৈরি করতে হবে।’

এই বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের বলেন, ‘দাবিগুলো জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই তাদের। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে বিদায় করে দেওয়া হয়েছে।’

আগামী ২৭ অক্টোবর মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির মিটিং রয়েছে। সেই মিটিংয়ে সারা দেশের বোর্ডের চেয়ারম্যানরা বিষয়টি নিয়ে আলোচনা তুলবেন।’’

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

2 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

9 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

9 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

11 hours ago

This website uses cookies.