মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সনের ২৮ অক্টোবর আওয়ামীলীগ কর্তৃক লগিবৈঠার মাধ্যমে জামায়াত ইসলামী ও শিবিরের উপর নারকীয় ঘটনার স্মরণে এই গণ সমাবেশের আয়োজন করেছে দলটির সদরপুর শাখা। আজ শনিবার (২৬ অক্টোবর) উপজেলা সদরে হাসপাতাল মোড়ে বিকেল ৩ টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদরপুর উপজেলা আমীর মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওহাব, সাবেক কেন্দ্রীয় সহকারী সম্পাদক ও আওয়ামীলীগ কর্তৃক রাজনৈতিক হত্যাকান্ডের শিকার প্রয়াত আব্দুল কাদের মোল্লার সন্তান হাসান মওদুদ, অধ্যাপক মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা। এছাড়াও উপস্থিত ছিলেন শতশত দলীয় কর্মী, সমর্থক এবং স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথি মুহাম্মাদ বদরুদ্দিন জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আব্দুল মোল্লার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সামনে এনে বলেন, আওয়ামীলীগের প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে। বিচারের মাধ্যমে দেশকে দুর্ণীতি মুক্ত করা হবে এবং দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, স্বৈরাচারী হাসিনার নির্দেশে ২০০৬ সনের ২৮ অক্টোবর লগিবৈঠা ও অস্ত্রশস্ত্রের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের হত্যা ও গুরতর জখম করে। আমরা এর সমুচিত জবাব দেব।
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ বাবার স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.