বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আরম্ভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।

এবার এ বিদ্যাপীঠ থেকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করেছে ১শত ৬০ জন শিক্ষার্থী।

জানা যায়, সুনামধন্য এ দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়ের আলহাজ্ব মো.মনজুর আলম ও তার সহোদর আলহাজ্ব এম.এ তাহের।

দাতব্য এ বিদ্যাপীঠটি জন্মলগ্ন থেকেই আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়ে আসছে।

খুলশী থানাধীন ঝাউতলা এলাকাটির অনেকটা অংশ জুড়েই রয়েছে রেলওয়ের জায়গা। সেজন্য স্বাভাবিকভাবেই এ এলাকায় নিম্ন আয়ের মানুষদের বসবাস তুলনামূলকভাবে বেশি। তাই এ এলাকায় শিক্ষার হারও কম। এ এলাকার খেটে খাওয়া দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করার নিমিত্তেই শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মনজুর আলম এ বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন।

বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিদ্যাপীঠের সুনাম বয়ে এনেছে। গত বছরও এ বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাশ করেছে। এবারও তারই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরী।

তিনি বলেন, সাবেক মেয়র মো. মনজুর আলম একজন শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি (মো. মনজুর আলম) ঝাউতলার দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই এ বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছেন। যে শিশুগুলোর ভবিষ্যৎ ছিলো অন্ধকার, দিন কাটাতো অবহেলায়, অনাদরে ও অনাহারে তারাই এ বিদ্যাপীঠ থেকে সুশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিয়োজিত রয়েছে।

প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরী আরও বলেন, গতবারের এসএসসি পরীক্ষায় আমাদের বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। আশা করি এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।শতভাগ শিক্ষার্থী যাতে পাশ করতে পারে সেজন্য আমরা দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে অতিরিক্ত ক্লাস করানোসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি।

এদিকে পরীক্ষার হলের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, আজকের নির্বাচনী পরীক্ষায় ১শত ৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে এবং খুব সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আলহাজ্ব মোস্তফা-হাকিম শিল্পগ্রুপ পরিচালিত আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামসহ সারা দেশে স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ সহ শতাধিক শিক্ষা, সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

2 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

9 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

9 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

11 hours ago

This website uses cookies.