নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতিকে ঘিরে সৃষ্ট জটিলতা জাতীয় ঐকমত্য ছাড়া সমাধান সম্ভব নয়। আওয়ামী লীগকে গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ভিপি নূর বলেন, বিগত ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে দলটি। এ কারণে ভবিষ্যৎ নির্বাচনগুলোতেও তাদের ভোটের বাইরে রাখা উচিত।
বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে জাতীয় ঐকমত্য চাওয়া হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। সোমবার সন্ধ্যায় বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের সামনে এমন কথা জানান।
আরো পড়ুন– প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালেন কমিশনপ্রধানরা
সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন
তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গত তিন মাসেও আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের মধ্যে গণহত্যায় জড়িত তিন হাজার অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব বৈষম্যবিরোধী ছাত্রদের নয় জানিয়ে নুরুল হক বলেন, “অভ্যুত্থান এত সহজ ছিল না। বিভিন্ন রাজনৈতিক দলের ওপর গত এক দশকে যে নির্যাতন হয়েছে, সেখানে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশেদ খান সাংবাদিকদের বলেন, যদি রাষ্ট্রপতি অবৈধ হন, তাহলে অন্তর্বর্তী সরকারও অবৈধ হয়ে পড়বে। তাই রাষ্ট্রপতি ইস্যুতে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি না করে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য গড়ে তোলা উচিত। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং মেয়াদকাল নিয়ে একটি রোডম্যাপ প্রকাশ করা জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানান।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, এবং বরকতউল্লা বুলু উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদের পক্ষে নুরুল হক, রাশেদ খান, শহিদুল ইসলাম ফাহিম, এবং ফাতেমা তাসনীমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক প্রলয়/ এম এ আর
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.