মঠবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে মঠবাড়িয়া থানায় গত ১০ সেপ্টেম্বর দায়ের করা মামলার আসামী মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদারকে বরিশাল র‌্যাব-৮ এর সহায়তায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার ঘোপখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা লাভলু ওই গ্রামের মৃত আয়নাল হক তালুকদারের ছেলে। থানা পুলিশ বরিশাল র‌্যাব-৮ সদস্যরা ওই দিন রাতে গ্রেফতারকৃত লাভলুকে স্থানীয় থানায় হস্তান্তর করে।

থানা সূত্রে জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী স্বতন্ত্র এমপি শামীম শাহনেওয়াজ এমপির অনুসারী মিরুখালী ইউনিয়ন যুবলীগ সভাতি মোঃ লাভলু তালুকদারসহ সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ এজাহারনামীয় ৮৯ জন আসামী ও অজ্ঞাতনামা ২/৩ আসামী করা হয়। মামলার বাদী পৌর যুবদলের সাবেক আহবায়ক নাসিরুল ইসলাস ডলার অভিযোগ করেন, গত ১৯ জানুয়ারী দুপুরে (অনুমান ১২.০০ ঘটিকার সময়) শহরের ০৪ নং ওয়ার্ড বালুর মাঠ সংলগ্ন অবস্থিত উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে। এসময় আসামীরা পরস্পর যোগশাজসে বেআইনী জনতাবদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিএনপির কার্যালয়টিতে হামলা করে লুট তরাজ করে এবং উপস্থিত নেতাকর্মীদের মারধর ও কাটা রক্তাক্ত জখম করে।

এসময় কার্যালয়ের ভিতরে থাকা ম্ল্যূবান জিনিসপত্র লুট করে আসবাবপত্র, মোটরাসাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করে। পরে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করে ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামী প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিভিন্ন সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত করেছে।

আরো পড়ুন-

এামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম বলেন, এ মামলার এজাহার নামীয় কাউকে গ্রেফতার করতে না পারলেও এ মামলায় জড়িত থাকার সন্দেহে ৪/৫ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় লাভলু ৭১ নং এজাহার নামীয় আসামী।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত লাভলু তালুকদারকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

দৈনিক প্রলয়/এমএআর

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

3 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

3 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

3 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

4 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

6 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

6 hours ago

This website uses cookies.