Categories: সারাদেশ

পুলিশের কাছ থেকে ধৃত মাদক কারবারি ছিনতাই মামলার আসামিরা অধরা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা ও ধৃত আসামী ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা রহস্য জনক কারণে অধরা। এ ঘটনায় এস আই আক্তারুজ্জামান বাদি হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে ও ৮০/৯০জনকে অজ্ঞাত আসামি করে সেদিন একটি মামলা করে।

সেই মামলায় কয়েকজন জামিনে থাকলেও বাকীরা ২১ দিনেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমনকি অজ্ঞাত ৮০/৯০জনের মধ্যে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সচেতন মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। সে ঘটনায় পুলিশের স্বার্থ জড়িত রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী পুলিশের প্রতি প্রশ্ন তুলে বলেন, পুলিশ যে মামলার বাদি সেই মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এরা ধরাছোঁয়ার বাইরে থাকে এটা আশ্চর্যের বিষয়। নিশ্চয়ই এতে পুলিশের কোন অস্য উদ্দেশ্য রয়েছে।
পুলিশের বরাত দিয়ে জানা যায় গত মাসের (২২ অক্টোবর) মঙ্গলবার থেকে বিশেষ অভিযান শুরু হয়।

তারই ফলশ্রুতিতে সেদিন রাতে ৮ টার দিকে মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তোতার মোড় এলাকায় অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেন ও সাথে থাকা অজ্ঞাত নামা আরেকজনকে গাজাসহ আটক করে।

আরো পড়ুন-

আটকৃত দুইজনকে থানায় নিয়ে আসার সময় আসামীরা গ্রেফতার এড়াতে চিৎকার শুরু করে। আটকৃতদের চিৎকারে সেখানে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল জড়ো হয়ে ভুয়া পুলিশ বলে স্লোগান দিয়ে তাদেরকে ঘিরে ফেলে। পরে পুলিশ ও আটকৃতদের সহ ওই মোড়ে একটি ঘরে নিয়ে যায়। পরে সেখানে তাদের সঠিক পরিচয় জানতে চায়। তারপর পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ লেখা কটি ও আইডি কার্ড দেখানোর পরও তারা বিশ্বাস করনি।

পরবর্তীতে পুলিশের হাত থেকে জোর পূর্বক হতকড়ার চাবি নিয়ে আটক মাদক কারবারি জামাল ও তার সহকারী দুজনকেই ছেড়ে দেয় সংঘবদ্ধরা। পরে খবর পেয়ে তৎক্ষণাৎ থানা থেকে পুলিশের আরেকটি টিম ঘটনাস্থলে পৌছে আশপাশের এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জুবায়ের আহাম্মেদ সিয়াম (২৪)কে পুলিশ আটক করে। আটককৃত সিয়াম উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামের বদরুল হক বাবলুর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফ আলী বলেন, এই মামলায় অনেকেই জামিনে আছে। আর অজ্ঞাতদের মধ্য থেকে কেউ গ্রেফতার নেই।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। তার মধ্যে অনেকেই জামিনে আছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আরও বিস্তারিত বলতে পারবে।

 

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

This website uses cookies.