শার্শায় প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আদালতে মামলা

মনির হোসেন, বেনাপোল

যশোরর শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসানুর রহমানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও টাকা না দেয়ায় অপহরণ করে ফাঁকা স্ট্যাম্পে সই করে নেয়ার অভিযোগে যশোরের আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার১২নভেম্বর আসানুর রহমান বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে এ মামলা করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলী অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, কাশিয়াডাঙ্গা গ্রামের ইয়াছিন আলীর দু’ছেলে ইউনুস আলী ও মারোয়ান, আজিবার রহমানের ছেলে বাশিউর রহমান বাশি, বাশিউর রহমানের জামাই আব্দুর রহমান, হারেজ মোড়লের ছেলে মোস্তফা, মোস্তফার ছেলে হাবিবুর রহমান, কিতাব আলীর ছেলে আব্দুল আলিম,আব্দুল আলিমের ছেলে নুর হোসেন, রামপুর গ্রামের দাউদ গোলদারের দু’ছেলে লাল্টু হোসেন ও মিন্টু হোসেন।

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় বসবাস করতেন। দেশে এসে নিজ এলাকায় ব্যবসা শুরু করেন। তার এই ব্যবসার দিকে নজর পড়ে আসামিদের। ব্যবসা করতে হলে তাদেরকে ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে অন্যথায় নানা ধরনের হুমকি ধামকি দেয়।

গত ১৯ অক্টোবর বাদী শার্শা বাজার মোড় থেকে বাড়ি ফেরার পথে আসামিরা চাঁদার টাকা দাবি করে। না দেয়ায় মাথায় অস্ত্র ঠেকিয়ে তার পালসার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ওই রাতেই আসানুর থানায় অভিযোগ দিয়ে বের হলে তাকে অপহরণ করে রামপুর বাজারে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারকে খবর দেয়া হলে আসানুরের স্ত্রী শারমীন, ভাই হাসানুরসহ কয়েকজন ঘটনাস্থলে যান। তখন ভয়ভীতি দেখিয়ে ওই টাকা দাবি করে। টাকা না দেয়ায় তিনটি ১০০ টাকার ননজুডিসিয়াল অলিখিত স্ট্যাম্পে আসানুর ও তার পরিবারের সদস্যদের স্বাক্ষর করিয়ে নেয়।

একইসাথে আসানুরের কাছে থাকা নগদ ৪১ হাজার টাকা ও পালসার মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। ওইসময় চাঁদার টাকা এক সপ্তাহের মধ্যে দিতে বলে আসামিরা। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। এসব কারণে বাদী বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

1 hour ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

1 hour ago

This website uses cookies.