রবিউল হাসান রাজিব, জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা জজ আদালতে সরকারী আইনজীবী (পিপি ও জিপি) নিয়োগে অসংগতি প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর একটায় ফরিদপুর শহরস্থ জেলা আইনজীবী সমিতি ভবনে সরকারী আইনজীবী নিয়োগে অসঙ্গতির কারণে জেলা আইনজীবী ফোরামের একাংশের উদ্যোগে উক্ত প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাড সৈয়দ রাশেদুল আলম তুহিন, অ্যাড হাফিজুর রহমান হাবিব, অ্যাড মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড শামসুননহার, অ্যাড মেহেরুন নেছা স্বপ্না, অ্যাড নজরুল ইসলাম, আলমগীর ভুঁইয়া, অ্যাড খসরুল আলম, অ্যাড ইয়ার আলী।
এসময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে অনলাইনে এ ঘোষণা দেখা যায়। মেয়াদোত্তীর্ণ আইনজীবী ফোরামের নের্তৃত্বে এ কমিটি প্রচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ বর্তমান জিপি পিপি নিয়োগে আ’লীগের আইনজীবীরা দ্বায়িত্ব পাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফরিদপুর জেলা জজ আদালতে সরকারী আইনজীবী বা কৌসুলি হিসেবে পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগের যে তালিকা এসেছে সেই তালিকায় বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনুগত প্রায় ১০ জনের বেশি আইনজীবীর নাম রয়েছে।
এছাড়াও তিনজনের নাম একাধিকবার এসেছে। যা গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেঈমানীর শামিল। আওয়ামীলীগের দোসর এসব আইনজীবীগণের নিয়োগ অবিলম্বে বাতিল করে বিএনপিপন্থী আইনজীবীদেরকে নিয়োগ দিতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এছাড়া এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সমাবেশের ঘোষণা দেয়া হয়।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.