বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

জেলা জজ কোর্টে সরকারী পিপি ও জিপি নিয়োগে অসংঙ্গতির প্রতিবাদে সভা অনুষ্ঠিত

জেলা জজ কোর্টে সরকারী পিপি ও জিপি নিয়োগে অসংঙ্গতির প্রতিবাদে সভা অনুষ্ঠিত

রবিউল হাসান রাজিব, জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা জজ আদালতে সরকারী আইনজীবী (পিপি ও জিপি) নিয়োগে অসংগতি প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার দুপুর একটায় ফরিদপুর শহরস্থ জেলা আইনজীবী সমিতি ভবনে সরকারী আইনজীবী নিয়োগে অসঙ্গতির কারণে জেলা আইনজীবী ফোরামের একাংশের উদ্যোগে উক্ত প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাড সৈয়দ রাশেদুল আলম তুহিন, অ্যাড হাফিজুর রহমান হাবিব, অ্যাড মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড শামসুননহার, অ্যাড মেহেরুন নেছা স্বপ্না, অ্যাড নজরুল ইসলাম, আলমগীর ভুঁইয়া, অ্যাড খসরুল আলম, অ্যাড ইয়ার আলী।

এসময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে অনলাইনে এ ঘোষণা দেখা যায়। মেয়াদোত্তীর্ণ আইনজীবী ফোরামের নের্তৃত্বে এ কমিটি প্রচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ বর্তমান জিপি পিপি নিয়োগে আ’লীগের আইনজীবীরা দ্বায়িত্ব পাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ফরিদপুর জেলা জজ আদালতে সরকারী আইনজীবী বা কৌসুলি হিসেবে পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগের যে তালিকা এসেছে সেই তালিকায় বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনুগত প্রায় ১০ জনের বেশি আইনজীবীর নাম রয়েছে।

এছাড়াও তিনজনের নাম একাধিকবার এসেছে। যা গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেঈমানীর শামিল। আওয়ামীলীগের দোসর এসব আইনজীবীগণের নিয়োগ অবিলম্বে বাতিল করে বিএনপিপন্থী আইনজীবীদেরকে নিয়োগ দিতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এছাড়া এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সমাবেশের ঘোষণা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়